পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এমপির লেখা ৫০ বছরে বাংলাদেশের সাফল্য এবং আরও বৃদ্ধির সম্ভাবনা বিষয়ক নতুন বইয়ের মোড়ক উন্মোচন

Uncategorized জাতীয়

নিজস্ব প্রতিবেদক ঃ বিগত ৫০ বছরে বাংলাদেশের সাফল্য এবং আরও বৃদ্ধির সম্ভাবনা তুলে ধরে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এমপির লেখা একটি নতুন বই আজ উন্মোচন করা হয়েছে।
ফরেন সার্ভিস একাডেমি, ঢাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিআরডি মন্ত্রী মোঃ তাজুল ইসলাম।
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদমস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. দেলোয়ার হোসেন; অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন এবি ব্যাংক লিমিটেডের সভাপতি ও ব্যবস্থাপনা পরিচালক তারেক আফজাল।

“বাংলাদেশের পঞ্চাশ: সাফোলো ও সোমভাবনা (বাংলাদেশের ৫০ বছর: সাফল্য এবং সম্ভাবনা)” শিরোনামের বইটিতে ২৩ টি লেখা রয়েছে যার মধ্যে আঠারটি নিবন্ধ বাংলায় এবং পাঁচটি ইংরেজিতে লেখা হয়েছে।
ঝুমঝুমি প্রকাশন থেকে প্রকাশিত বইটি উৎসর্গ করা হয়েছে লেখকের বড় ভাই ও সাবেক অর্থমন্ত্রী প্রয়াত এ এম এ মুহিতকে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুগে কূটনীতি, বাংলাদেশের পররাষ্ট্রনীতির বাধ্যবাধকতা, সীমাবদ্ধতা ও পছন্দ; কোভিড-১৯-এর পর বৈশ্বিক স্থিতিশীলতা, নিরাপত্তা ও সমৃদ্ধি, শেখ হাসিনার উন্নয়নের অলৌকিক ঘটনা এবং একটি অদম্য জাতির মহাকাব্য এই বইটিতে পররাষ্ট্রমন্ত্রী আলোচনা করেছেন এমন কয়েকটি ক্ষেত্র।
মন্ত্রী তাজুল ইসলাম বলেন, এই “বিস্ময়কর বই” সব প্রজন্মের মানুষকে অনুপ্রাণিত করবে এবং গুরুত্বপূর্ণ বইটি লেখার জন্য লেখককে অভিনন্দন জানান।
তিনি বলেন, এমন কিছু লোক আছে যারা দেশের অর্জনকে স্বীকার করতে চায় না কিন্তু বাস্তবতা হলো অনেক দেশ বাংলাদেশের অবিশ্বাস্য প্রবৃদ্ধিকে অনুসরণ করছে।
উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *