শরীয়তপুরে পুনা‌কের আ‌য়োজ‌নে পুনাক হস্ত, কুটির শিল্প ও পন্য মেলা ২০২২ এর উদ্বোধন

Uncategorized অন্যান্য

নিজস্ব প্রতিবেদক ঃ শরীয়তপুরে মাসব‌্যাপী পুনাক হস্ত ও কুটির শিল্প মেলার উদ্ধোধন করা হয়েছে।
গতকাল মঙ্গলবার ৫ জুলাই, রাত সাড়ে ৮ টার দিকে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শরীয়তপুর পুলিশ লাইন্স মাঠে এ মেলার শুভ উদ্ধোধন করেন কাজী আরিফা আশরাফ, সভানেত্রী, পু‌লিশ নারী কল‌্যান স‌মি‌তি (পুনাক), শরীয়তপুর।

এ সময় তিনি বলেন, পুনাক পুলিশ পরিবারের নারী সদস্যদের একটি কল্যাণমুখী সংগঠন। ১৯৮৬ সালে পুনাক প্রতিষ্ঠিত হয়ে বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে।

দীর্ঘ পথ পরিক্রমা ও সময়ের বিবর্তনে পুনাক শরীয়তপুরে আজ জেলা পুলিশ পরিবারের নারী সদস্যদের গৌরব, আস্থা ও অনুপ্রেরণার প্রতীক। সংগঠনটি নারীর ক্ষমতায়ন ও নারীর কল্যাণ সহ সমাজের বিভিন্নমুখী কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

পুনাক শরীয়তপুর নারী জাগরণে কল্যাণমুখী নতুন নতুন পদক্ষেপ গ্রহণের মাধ্যমে সমাজের অসহায় ও দুস্থ্য নারীদের একান্ত নির্ভরতা ও আশ্রয়স্থল হিসেবে গড়ে উঠতে সক্ষম হয়েছে।

তিনি আরও বলেন, মাসব‌্যাপী এই মেলায় ৭৬ টি ষ্টল রয়েছে। এখানে নারীদের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থাসহ সিসি ক্যামেরা স্থাপনে মেলার সকল কার্যক্রম নিয়মিত তদারকি করা হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন এস. এম. আশরাফুজ্জামান, পুলিশ সুপার, শরীয়তপুর (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), ডা. এস. এম. আব্দুল্লাহ আল মুরাদ, সিভিল সার্জন, শরীয়তপুর, আসমা উল হুসনা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), শরীয়তপুর, এস. এম. মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) শরীয়তপুর, আবু সাঈদ, অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল), শরীয়তপুর, কামরুন নাহার, সাধারন সম্পাদক, পুনাক, শরীয়তপুর, হাসিবা খান, সদস‌্য, পুনাক, শরীয়তপুরসহ বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *