নড়াইলে সেনাপ্রধানের পক্ষ থেকে দুস্থদের মাঝে ঈদ উপহার,খুশিতে আন্তহারা অসহায় দুস্থ’রা

Uncategorized অন্যান্য

মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
নড়াইলে সেনাপ্রধানের পক্ষ হতে অসহায় দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ। নড়াইলের লোহাগড়ার করফা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানের পক্ষ থেকে দুস্থদের মাঝে এ ঈদ উপহার বিতারণ করা হয়েছে। আজ (৬ জুলাই) বুধবার সকাল ১১ টার সময় ৫৫ পদাতিক ডিভিশনের ৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির ব্যাবস্হাপনায় ১ হাজার জন দুস্থ মানুষের মাঝে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহম্মেদের পক্ষ হতে ঈদ-উল-আযহার শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। উপহার স্বরুপ প্যাকেটের মধ্যে রয়েছে পোলাও’র চাল, সাধারণ চাল,লাচ্ছা সেমাই,চিনি,ডাল এবং তেল। উপহার পেয়ে খুশিতে নছুরন বেগম বলেন,আমি বুড়া মানুষ বাবা,এই বয়সে আমাদের খোজ নেয় কয়জনে? সেনাপ্রধান আমাগে সন্তান কোন দিন এলাকায় থাহে নাই কিন্তু সে যে আমাগে সবার সাথে বিপদে আপদে পাশে থায়ে তাই আমরা অনেক খুশি। লোহাগড়া উপজেলার খান মিল্টন হোসেন বলেন,আমাগে নড়াইল লোহাগড়ায় অনেক অফিসার আগে থেকে ছিলো এবং আছে কিন্ত এভাবে কেউ আমাদের খোজ খবর রাহে নাই,কপাল জোরে এমন একজন সেনাপ্রধান পাইছি, আমরা আশা করি এলাকার উন্নতিতে আমাগে সাহায্য করবেন। আমাগে ঈদের আনন্দ বাইড়ে গেল সেনাপ্রধানের এই ঈদ উপহার পাইয়ে। এদিকে,জিওসি ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার,যশোর এরিয়ার সার্বিক তত্বাবধানে যশোর সেনানিবাসের উর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত থেকে সেনাপ্রধানের ঈদ উপহার বিতরনে সার্বিক কার্যক্রম পরিচালনা করেন।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *