সামরিক বাহিনীর ক্লাসিফায়েড তথ্য জানার জন্যে সাইবার এট্যাক করছে দক্ষিণ এশিয়া ভিত্তিক হ্যাকার্স গ্রুপ

Uncategorized আন্তর্জাতিক

কুটনৈতিক বিশ্লেষক ঃ বাংলাদেশের সামরিক বাহিনীর বিভিন্ন ধরণে ক্লাসিফায়েড তথ্য বের করার জন্যে সম্প্রতি সাইবার এট্যাক পরিচালিত করেছে দক্ষিণ এশিয়া ভিত্তিক একটি দেশের হ্যাকার্স গ্রুপ। এডভান্সড প্রেসিস্টেন্স থ্রেট গ্রুপটি Bitter বা T-APT-17 নামে পরিচিত। গতবছরের মে তে এই গ্রুপটি বাংলাদেশের সামরিক বাহিনীর বিভিন্ন সাইট এবং স্হাপনাকে তাদের টার্গেটে যুক্ত করে।
তখন থেকেই সতর্ক অবস্থায় ছিল বাংলাদেশ। ২০১৭ সাল থেকে APT-17 তাদের এসপিওনাজ মিশনের অধীনে একটি ক্যাম্পেইন পরিচালনা করে আসছিল যার মাধ্যমে তারা পাকিস্তান, সৌদিআরব এবং চীনের সাইবার জগতে ছড়ি ঘুরাচ্ছিল। সর্বশেষ গতবছর তারা বাংলাদেশকেও তাদের টার্গেটে যুক্ত করে।

তবে আশ্চর্যজনকভাবে অনেকে মনে করেন APT-17 গ্রুপটি চাইনিজ লিংকড বা অনেকেই Doxing এর মাধ্যমে সরাসরি বলেছেন চীনের গোয়েন্দা সংস্থা MSS-মিনিস্ট্রি অব স্টেট সিকিউরিটি এর সরাসরি তত্বাবধানে T-APT-17 গ্রুপটি পরিচালিত হয়ে আসছে। তবে এর বিশ্বাসযোগ্য কোন প্রমাণ মেলেনি।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *