নিজস্ব প্রতিনিধি ঃ ডিএনসি’র টেকনাফ বিশেষ জোনের সদস্য ও থানা পুলিশের যৌথ অভিযানে ১৬ ক্যান বিয়ার, ৩ হাজার পিস ইয়াবা, নাইন এমএম পিস্তল ও নগত ২ লাখ টাকা সহ ১ জন গ্রেফতার হয়েছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।
জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজারের টেকনাফ বিশেষ জোনের সদস্যরা ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে আবুল হাসেম নামের একজন মাদক কারবারীকে অস্ত্র, ইয়াবা, বিদেশি মদ, বিয়ার ও নগদ টাকা সহ নিজ বাড়ী থেকে আটক করেছে।
ডিএনসি টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক সিরাজুল মোস্তফার নেতৃত্বে গতকাল বৃহস্পতিবার ৭ জুলাই, ভোর ৪ টার সময় উখিয়া থানাধীন হলদিয়া পালং এলাকায় অভিযান চালানো হয়।
আটক মাদক কারবারী আবুল হাসেম উখিয়া হলদিয়া পালং এলাকার মো. হোসেনের ছেলে।
ডিএনসি টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা জানান, বৃহস্পতিবার ভোর রাত ৪ টার সময় আবুল হাসেমের বসতবাড়ীতে অভিযান পরিচালনা করা হয়।
উক্ত অভিযান পরিচালনা কালে
৩ হাজার পিস ইয়াবা, একটি নাইন এমএম পিস্তল, দুই বোতল বিদেশি মদ, ১৬ ক্যান বিয়ার ও নগদ ২ লাখ টাকা উদ্ধার করা হয়। অভিযানে ডিএনসির টীমকে সহযোগিতা করেন উখিয়া থানা পুলিশ। আটক কৃত আসামি’র বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধ্যাদেশ অনুযায়ী ও আগ্নেয়াস্ত্র আইনে মামলার প্রক্রিয়া চলছে বলে জানান, টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা।
