নড়াইলের ঘটনা সাম্প্রদায়িক শক্তির উত্থান— আমির হোসেন আমু

Uncategorized অপরাধ



নিজস্ব প্রতিবেদক ঃ নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা নাসিরনগরের ঘটনার ধারাবাহিকতা। এ বিষয় প্রশাসনের গাফলতি আছে কি না, তা তদন্তের দাবি জানিয়েছে ১৪ দল। গতকাল সোমবার ১৪ দলের বৈঠক শেষে জোটের সমন্বয়ক ও মুখপাত্র, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

দেশের চলমান পরিস্থিতি নিয়ে গতকাল সোমবার বিকেলে রাজধানীর ইস্কাটনস্থ বাসভবনে ১৪ দলের নেতাদের নিয়ে বৈঠকে বসেন ১৪ দল সমন্বয়ক। নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার ঘটনায় ১৪ দল বিব্রত বলে জানান তিনি।

আমির হোসেন আমু বলেন, নড়াইলের ঘটনা সাম্প্রদায়িক শক্তির উত্থান। এর আগে তারা ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরসহ অনেক জায়গায় এমন পরিস্থিতি সৃষ্টি করেছে। এটি দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত।
আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী অনুষ্ঠিত হবে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই বলে জানান আমির হোসেন আমু।

বিদুৎ পরিস্থিতি নিয়ে আমির হোসেন আমু বলেন, জ্বালানি-সংকট এখন বৈশ্বিক সমস্যা। জ্বালানি তেল কিনতে হলে তেলের দাম বাড়বে, এর ফলে জনগণের ওপর চাপ বাড়বে। জনগণের কথা চিন্তা করে এলাকাভিত্তিক ২/১ ঘণ্টা লোডশেডিং এর সরকারি সিদ্ধান্তকে ইতিবাচক বলে মনে করে ১৪ দল।

বৈঠকে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি, আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সাধারণ সম্পাদক শিরিন আখতার, বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড দিলীপ বড়ুয়া, আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মৃনাল কান্তি দাস, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াসহ কেন্দ্রীয় ১৪ দলের নেতারা উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *