রাত ৮ টার মধ্যে দোকান ও শপিং মল বন্ধ করা না হলে বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন করা হবে- বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী

Uncategorized জাতীয়

নিজস্ব প্রতিবেদক ঃ জ্বালানি সাশ্রয়ে দেশজুড়ে এলাকা ভিত্তিক লোডশেডিংসহ বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর সঙ্গে বেশ কিছু নির্দেশনাও দেওয়া হয়েছে। এর মধ্যে রাত আটটায় দোকানপাট, শপিং মল বন্ধ করতে হবে। এ সময়ের মধ্যে দোকান ও শপিং মল বন্ধ করা না হলে বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন করা হবে বলে সতর্ক করে দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

সচিবালয়ে গতকাল সোমবার বিকেলে এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী বলেন, মঙ্গলবার থেকে বিষয়টি কঠোরভাবে নজরদারি করবে বিদ্যুৎ বিভাগ।
এর আগে চলমান জ্বালানি–সংকট পরিস্থিতি নিয়ে গতকাল সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়।

নসরুল হামিদ বলেন, ইউরোপের প্রতিটি দেশ জ্বালানি সাশ্রয়ে নানা পদক্ষেপ নিচ্ছে। কেউ কেউ জ্বালানির দাম বাড়াচ্ছে। এশিয়ার দেশগুলোও বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে।
এখন একটা সংকটময় সময় পার করছে গোটা বিশ্ব। এর মূল কারণ হচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *