বিএসএমএমইউয়ে আইসিইউ’র নার্সদের প্রশিক্ষণ, স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণে ‘রোগীর সঙ্গে আচারণ ব্যবস্থাপনা’ বিষয়টি রাখা উচিত- বিএসএমএমইউ উপাচার্য

Uncategorized স্বাস্থ্য


নিজস্ব প্রতিবেদক ঃ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) কর্মরত নার্সদের মাসব্যাপী ‘পোস্ট বেসিক ক্রিটিক্যাল নার্সিং এডুকেশন এন্ড ট্রের্নিং’ কর্মসূচির ৩২ তম ব্যাচের প্রশিক্ষণ শুরু হয়েছে। গত বৃহস্পতিবার বেলা ১১ টায় (২১ জুলাই ২০২২ খ্রিষ্টাব্দ) বিশ্ববিদ্যালয়ের সি-ব্লকের এনেসথিয়া এন্যালজেসিয়া এন্ড ইনটেনসিভ কেয়ার মেডিসিন বিভাগ আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচির প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ বলেন, মৃত্যুপথ যাত্রী রোগীর অতি আপনজন হিসেবে পাশে থাকেন আইসিইউতে কর্মরত সেবিকরা। তারা দক্ষ হলে সেবার মান বৃদ্ধি পাবে। আইসিইউতে মৃত্যু পথযাত্রীকের ঝুঁকি কমানোই আজকের এ কর্মসূচি।

তিনি বলেন, সেবিকাদের দক্ষতা বৃদ্ধিতে নিশ্চই জন্য প্রশিক্ষকরা কারিকুলাম ফলো করেন। আমরা রোগীর সাথে কেমন আচারণ করব সেটির দিকেও নজর দিতে হবে। এজন্য সেবিকাসহ স্বাস্থ্যকর্মীদের আচারণ নিয়ে প্রতিটি প্রশিক্ষণে ‘রোগীর সঙ্গে আচারণ ব্যবস্থাপনা’ বিষয়টি রাখাও খুব জরুরি।

তিনি বলেন, অর্থনৈতিক উন্নয়নে সেবিকারাও বেশ অবদান রাখতে পারবে। আমাদের কাছে অনেক বিদেশী স্বাস্থ্যসেবায় নিয়োজিত স্টোকহোল্ডার প্রশিক্ষিত ৫০ হাজার সেবিকাদের চাহিদা চেয়েছিলেন। আমরা দিতে পারেনি। দেশের পাশাপাশি বিদেশেও ভবিষ্যতে প্রশিক্ষিত নার্সদের খুব চাহিদা আরও বাড়বে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা এবং উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ জাহিদ হোসেন, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. দেবব্রত বনিক।

প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেনএনেসথিয়া এন্যালজেসিয়া এন্ড ইনটেনসিভ কেয়ার মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. কামরুল হুদা এবং প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিভাগটির চেয়ারম্যান অধ্যাপক ডা. দেবাশিস বনিক।

এদিকে দুপুর ১ টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বেতার ভবনে ফরেনসিক মেডিসিন বিভাগের এক বছর পূর্তি উপলক্ষে এক অনুষ্ঠান ও আলোচনা সভা আয়োজিত হয়।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *