অর্থনৈতিক বিশ্লেষক ঃ চলমান জ্বালানি সংকট নিরসনে বাংলাদেশে প্রথমবারের মতো অকটেন পেট্রোলসহ বিভিন্ন জ্বালানি পণ্যের কাঁচামাল ন্যাপথা আমদানি করা হয়েছে।
বাংলাদেশ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের অনুমতির পরিপ্রেক্ষিতে প্রথমবারের মতো ১৯শ’ মেট্রিক টন ন্যাফথা আমদানি করা হয়। ১৯শ’ মেট্রিক টন ন্যাপথা রূপান্তর করে ২৫ লাখ লিটার জ্বালানি তেল উৎপন্ন করা হবে এইভাবে ১০ দিনের মধ্যে আসবে ৩৫শ মেট্রিক টন অপরিশোধিত জ্বালানি তেল-ন্যাপথা।
এ ন্যাপথা পরিশোধিত হওয়ার পর ৮০ শতাংশ অকটেন, ৫ শতাংশ পেট্রোল ও ৭ শতাংশ কোরোসিন উৎপাদিত হবে। যা দেশের চলমান জ্বালানি সংকট নিরসনে কার্যকর ভূমিকা রাখবে।
অনেকেই জানতে চান, বাংলাদেশ কেন রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানি করেনা! আমাদের তেল শোধনাগার ইস্টার্ণ রিফাইনারি লিমিটেড (ইআরএল)-এ প্রক্রিয়াকরণের মাধ্যমে বিভিন্ন গ্রেডের পরিশোধিত পেট্রোলিয়াম পণ্য উৎপাদনের নিমিত্ত বিপিসি নিম্নোক্ত ২ (দুই)টি গ্রেডের অপরিশোধিত জ্বালানি তেল (ক্রুড অয়েল) আমদানি করে থাকে। অপরিশোধিত তেলঃ এরাবিয়ান লাইট ক্রুড অয়েল। মারবান ক্রুড অয়েল।
রাশিয়ার অপরিশোধিত জ্বালানি তেল দেশের পরিশোধনাগারে ব্যবহারের উপযোগী নয়, তাই রাশিয়া থেকে অপরিশোধিত তেল কেনা হচ্ছে না।