নিজস্ব প্রতিনিধি ঃ গত শুক্রবার ২২ জুলাই সকাল ১০ টায় শরীয়তপুর পৌরসভা অডিটোরিয়ামে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজনে, জেলা প্রশাসন শরীয়তপুরের সহযোগিতায়, মানব পাচার প্রতিরোধ ও নিরাপদ অভিবাসন উৎসাহিত করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এছাড়াও এ সময় অতিথিদের জেলা পুলিশের পক্ষ ফুলেল শুভেচ্ছা ও গার্ড অব অনার প্রদান করা হয়।
পুলিশ সুপারের নিজের লেখা ” অপরাধ তদন্ত পদ্ধতি ও তদন্তকারীর করনীয়” ও “আকাশ ছোঁয়া স্বপ্ন” ২ টি বই ” প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের হাতে তুলে দেন পুলিশ সুপার, শরীয়তপুর, এস.এম. আশরাফুজ্জামান ( অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত)।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাহিম রাজ্জাক, মাননীয় সংসদ সদস্য ও সদস্যt পররাষ্ট্র মন্ত্রণালয়ের সস্পিকিত সংসদীয় স্থায়ী কমিটি।
বিশেষ অতিথি এনরিকো নুনজিয়াতা, মান্যবর রাষ্ট্রদূত ইতালি, মাসুদ বিন মোমেন, পররাষ্ট্র সচিব ( সিনিয়র সচিব) মোঃ আখতার হোসেন, সিনিয়র সচিব, জননিরাপত্তা বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ড. বেনজীর আহমেদ বিপিএম বার, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ, ড. আহমেদ মুনিরুছ সালেহীন, সচিব, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, হাবিবুর রহমান বিপিএম বার পিপিএম বার, ডিআইজি, ঢাকা রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, এস. এম. আশরাফুজ্জামান পুলিশ সুপার ( অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) শরীয়তপুরসহ শরীয়তপুর জেলার বিভিন্ন পৌরসভার মেয়রবৃন্দ, উপজেলা চেয়ারম্যানবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তাগণ ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ। সভাপতিত্ব করেন পারভেজ হাসান, জেলা প্রশাসক শরীয়তপুর।