মামুন মোল্লা (খুলনা) ঃ খুলনা মেট্রোপলিটন পুলিশ কেএমপি’র মাদক বিরোধী অভিযানে ৩৫৭ পিস ইয়াবা ট্যাবলেট, ৮৫০ গ্রাম গাঁজা এবং ৭০ বোতল ফেন্সিডিলসহ ৮ (আট) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।
জানা গেছে, গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশ মাদক বিরোধী এক বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা কালে মাদক ব্যবসায়ী ইমরান শিকদার (৩০), পিতা-মোঃ রুস্তম শিকদার, সাং-হোগলাডাঙ্গা, থানা-লবণচরা, সিরাজুল ইসলাম নূর (২০), পিতা-মোঃ নজরুল ইসলাম, সাং-মধ্যবহিরা, থানা-আনোয়ারা, জেলা-চট্টগ্রাম, এ/পি সাং-গোবরচাকা গাবতলা, থানা-সোনাডাঙ্গা মডেল, মোঃ তুফান হাওলাদার@তুহিন (২৮), পিতা-মোঃ মজিদ হাওলাদার, সাং-হাজীগ্রাম, থানা-দিঘলিয়া, জেলা-খুলনা, মোঃ বিল্লাল শরীফ (২৬), পিতা-মোঃ ইংগুল শরিফ, সাং-বাদুরগাছা, থানা-ডুমুরিয়া, জেলা-খুলনা, মোঃ বিল্লাল গাজী (২৫), পিতা-মোঃ ছিদ্দিক গাজী, সাং-মশিয়ালী, থানা-খানজাহান আলী, সুমাইয়া বেগম (২০), পিতা-মশিয়ার সরদার, সাং-মশিয়ালী, থানা-খানজাহান আলী, মোঃ জুয়েল রানা@বাবু (৩৩), পিতা-মোঃ হাবিবুর রহমান, সাং-মুজগুন্নি দক্ষিণপাড়া, থানা-খালিশপুর, এ/পি সাং-গোবরচাকা ১নং ক্রস রোড, থানা-সোনাডাঙ্গা মডেল এবং মোঃ মাসুম শেখ (২৩), পিতা-মোঃ মজনু শেখ, সাং-হোরের হাওলা দক্ষিণ শেখপাড়া, থানা-পিরোজপুর, জেলা-পিরোজপুরদের’কে খুলনা মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে।
উপরোক্ত মাদক ব্যবসায়ীদের নিকট হতে ৩৫৭ পিস ইয়াবা ট্যাবলেট, ৮৫০ গ্রাম গাঁজা এবং ৭০ বোতল ফেন্সিডিল আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে।
এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৭ টি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধ্যাদেশ অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।
