বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদত বার্ষিকী ও বঙ্গমাতার ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরে আলোচনা সভা অনুষ্ঠিত

Uncategorized অন্যান্য

নিজস্ব প্রতিবেদক ঃ ঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদত বার্ষিকী ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালী অংশগ্রহণ করেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) এস এম রশিদুল হক-পিপিএম (সেবা)।

আলোচনা সভা শেষে জাতির পিতার জীবন দর্শন, তাঁর সংগ্রামী রাজনৈতিক জীবন ও মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর কর্তৃক দেশব্যাপী আয়োজিত কুইজ প্রতিযোগিতায় চট্টগ্রাম জেলা পুলিশ পরিচালিত ‘শহীদ মুক্তিযোদ্ধা এম শামসুল হক পাবলিক স্কুল’ হতে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) এস এম রশিদুল হক-পিপিএম (সেবা)।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) কবীর আহম্মেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ইন্ডাস্ট্রিয়াল ও ডিবি) সুজন চন্দ্র সরকার, প্রধান শিক্ষক নাছিমা আক্তারসহ বিজয়ী শিক্ষার্থী ও অভিভাবক’গণ উপস্থিত ছিলেন।

কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীগণ যথাক্রমে, প্রথম স্থান : মোহাম্মদ শহিদুল ইসলাম, দশম শ্রেণি, দ্বিতীয় স্থান : মো. হোসেন, ষষ্ঠ শ্রেণি, তৃতীয় স্থান : সায়মা আক্তার অশ্রু, নবম শ্রেণি।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *