নিজস্ব প্রতিবেদক ঃ সোমবার ৮ আগস্ট, আনুমানিক সকাল ৮ টা ১৫ মিনিটের সময় র্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার ওয়ারী এলাকায় একটি অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযান পরিচালনা কালে আনুমানিক ৩,০০,০০০ (তিন লক্ষ) টাকা মূল্যের ১০০ বোতল ফেনসিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম নূর মোহাম্মদ নুরু (৩৮) এবং মোঃ আলঙ্গির সরদার (৩৯) বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে ০২টি মোবাইল ফোন ও নগদ- ১,০৫০ (এক হাজার পঞ্চাশ) টাকা জব্দ করা হয়।