বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি কর্তৃক বঙ্গমাতার ৯২তম জন্মবার্ষিকী উদযাপন

Uncategorized অন্যান্য

নিজস্ব প্রতিবেদক ঃ বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি আঞ্চলিক শাখা ও উপ-আঞ্চলিক শাখাসমুহ কর্তৃক সোমবার, ৮ আগস্ট, “মহীয়সী বঙ্গমাতার চেতনা, অদম্য বাংলাদেশের প্রেরণা” প্রতিপাদ্যে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর ৯২তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়।

এ উপলক্ষে বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি (বাফওয়া)-এর সভানেত্রী তাহমিদা হান্নান এর সুচিন্তিত দিকনির্দেশনায় আঞ্চলিক শাখা ও উপ- আঞ্চলিক শাখাসমুহে বিএএফ শাহীন কলেজ এর ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।

আঞ্চলিক ও উপ-আঞ্চলিক শাখাসমূহের সভানেত্রী ও সহ-সভানেত্রীগণ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর বিভিন্ন পর্যায়ের কার্যক্রমের সফলতার তাৎপর্য তুলে ধরে বক্তব্য প্রদান করেন।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *