নড়াইলে আলোচিত সামীম হত্যা মামলার ঘটনায় ফেইক আইডি দিয়ে অপপ্রচার,থানায় অভিযোগ

Uncategorized আইন ও আদালত

মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
নড়াইলে আলোচিত সামীম হত্যা মামলা নিয়ে ফেইক আইডি দিয়ে অপপ্রচার ও গুজব ছড়ানোর দায়ে নড়াইল সদর থানায় অভিযোগ দায়ের করেন,তুলারামপুর ইউনিয়নের চেয়ারম্যান টিপু সুলতান। অভিযোগের ভিত্তিতে জানা যায়,মো:টিপু সুলতান (৪৮),পিতা’মৃত-আফসার উদ্দিন,গ্রাম,
তুলারামপুর,নড়াইল সদর নড়াইল,গত ২৫/৭/২০২২ তারিখ,সোমবার নড়াইল সদর থানার তুলারামপুর ইউনিয়নের ৯নং বাকশাডাঙ্গা গ্রামের মৃত-মোতালেব মোল্যার ছেলে সামীম মোল্যাকে একই গ্রামের মালাইশিয়া প্রবাসী শহর আলীর স্ত্রী সোনালী বেগম,সামীমকে তার নিজ ঘরে ডেকে এনে দুধের সাথে কিটনাশক খায়িয়ে হত্যা করেছে। এ ঘটনা আমাকে সর্ব প্রথমে আমার ইউনিয়নের ইউপি সদস্য বাকশাডাঙ্গা গ্রামের কাজী জাহাঙ্গীর জানায়,চেয়ারম্যান সাহেব আমার ওয়ার্ডে বাকশাডাঙ্গা গ্রামে সামীম নামের এক ছেলেকে কিটনাশক খাইয়ে হত্যার চেষ্টা করা হয়েছে,জানালে,সামীম নামের ওই ছেলেকে দ্রুত হাসপাতালে নিয়ে চিকিৎসা দিতে বলি এবং জাহাঙ্গীর জানায়,সামীমকে হাসপাতালে নিয়ে গেছে এবং ঘটনা স্থলের আসপাশ দিয়ে বাইরের ইউনিয়নের কিছু বহীরাগত লোক ঘোরা ফেরা করছে,আপনি তাড়াতাড়ি বাকশাডাঙ্গা আসেন। আমি তাৎক্ষনিক পুলিশ,সাংবাদিক ও আমার ইউনিয়নের ৩০-৪০ জন গন্যমান্য ব্যেক্তিদের সাথে নিয়ে ঘটনা স্থলে হাজির হলে বহীরাগত’রা ছত্রভঙ্গ হয়ে যায়। এসময় আমি অভিযুক্ত শহর আলীর বাড়িতে আর কোন অনাকাংক্ষীত ঘটনা যেন না ঘটে এজন্য সাথে সাথে সবার সামনে শহর আলীর বাড়িতে থাকা গরু-ছাগল পুলিশের সহযোগিতায় শহর আলীর আত্নীয়ের কাছে লিখিত ও ভিডিও ধারনের মাধ্যমে হস্তান্তর করি,যে বিষয়টি ঠান্ডা হলে শহর আলীর কাছে হস্তান্তর করতে হবে। এ হত্যার ঘটনাকে কেন্দ্র করে ইউনিয়নে বিএনপি জামাতের কিছু কুচক্রীমহল টাউট,চাদাবাজ,সন্ত্রাসী বিভিন্ন ভাবে ইউপি সদস্য জাহাঙ্গীর ও তুলারামপুর ইউনিয়ন পরিষদের নামে অপপ্রচার চালাচ্ছে এবং তুলারামপুর ইউনিয়নের বাকশাডাঙ্গা গ্রামের মো:আমজাদ হোসেনের ছেলে মো:সাজ্জাদ হোসেন (৪০),তার নিজ ফেসবুক আইডিতে,ফেইক তুলারামপুর ইউনিয়ন পরিষদ নামের ভুয়া আইডি’র পোষ্ট তার নিজ আইডিতে সেয়ার ও কমেন্ট করে। ইউপি সদস্য জাহাঙ্গীর ও তুলারামপুর ইউনিয়ন পরিষদের নাম ব্যবহার করে ভুয়া ফেইক ফেসবুক আইডি খুলে নানা ভাবে অপপ্রচার চালিয়ে ইউপি সদস্য জাহাঙ্গীরসহ ইউনিয়ন পরিষদের সন্মান নষ্ট করার অহেতুক চেষ্টা করছে। সামীম মারা যাওয়ার পর হতে এসব কুচক্রীমহল নানা ভাবে অপপ্রচার,গুজব ছড়িয়ে আসছে এবং বিভিন্ন ভাবে সাংবাদিকদের অসত্য তথ্য দিয়ে সত্যকে আড়াল করতে চেষ্টা করছে। অপরাধী যেই হোক,তদন্তের মাধ্যমে আমি অপরাধীর সঠিক বিচার দাবী করেন,তুলারামপুর ইউনিয়নের চেয়ারম্যান টিপু সুলতান। এ বিষয়ে মো:সাজ্জাদ হোসেন জানান,আমি তুলারামপুর ইউনিয়ন পরিষদ নামের আইডি’র পোষ্ট সেয়ার করেছি এবং কমেন্ট করেছি সঠিক আইডি মনে করে কিন্তু কেন আপনি আইডি’র সত্যতা জাচায় না করে অপপ্রচার সেয়ার করলেন জবাবে বলেন,আমার জাচায় করার দরকার নাই,জাচায় করবে পুলিশ বলেও জানান। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো:মাহমুদুর রহমান জানান,অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *