রংপুরে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শ্লোগান সম্বলিত গেঞ্জি ও রিক্সায় লাগানোর জন্য স্টিকার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

Uncategorized আইন ও আদালত

নিজস্ব প্রতিনিধি ঃ মঙ্গলবার ৯ আগস্ট সকাল ১১ টার সময় রংপুর টাউন হল চত্বরে রিক্সা চালকদের মাধ্যমে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শ্লোগান সম্বলিত গেঞ্জি ও রিক্সায় লাগানোর জন্য স্টিকার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

স্বর্ণনারী এসোসিয়েশন, রংপুর এর আয়োজনে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নুরেআলম মিনা, বিপিএম (বার), পিপিএম, পুলিশ কমিশনার, রংপুর মেট্রোপলিটন পুলিশ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত উপ-পুলিশ কমিশনার (নগর বিশেষ শাখা) আবু বকর সিদ্দীক, রংপুর মেট্রোপলিটন পুলিশ।
এছাড়া স্বর্ণনারী এসোসিয়েশন এর অন্যান্য সদস্যবৃন্দ এবং মহানগরীর রিক্সা চালকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উক্ত অনুষ্ঠানে আলোচনা সভায় প্রধান অতিথি তাঁর বক্তব্যে রিক্সা চালকদেরকে তাদের নিজস্ব ঘর থেকে শুরু করে রাস্তা-ঘাট ও সর্বস্থানে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সচেতন হওয়ার আহবান জানান। তিনি তার বক্তব্যে আরো বলেন যে, নারী ও শিশু উন্নয়নে নারী ও শিশু বান্ধব পরিবেশ তৈরীতে সমাজের সর্বস্তরের লোকজনকে এগিয়ে আসতে হবে।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মঞ্জুশ্রী সাহা, সভাপতি, স্বর্ণনারী এসোসিয়েশন, রংপুর।

এ সময় স্বর্ণনারী এসোসিয়েশন, রংপুর এর পক্ষ থেকে নগরীর রিক্সা চালকদের নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শ্লোগান সম্বলিত গেঞ্জি ও রিক্সায় লাগানোর জন্য স্টিকার বিতরণ করা হয়।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *