অভয়নগরে স্কুলছাত্রী নাঈমাকে ধর্ষণের পর হত্যা করেছে নরপিশাচ আমজাদ, রহস্য উদঘাটন করলো পুলিশ

Uncategorized আইন ও আদালত

অভয়নগর (যশোর) প্রতিনিধিঃ
যশোরের অভয়নগরে নাঈমা খাতুন (৮) নামে দ্বিতীয় শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা ও মৃতদেহ গুমের অভিযোগে মামলা করা হয়েছে।

মঙ্গলবার (৯ আগস্ট) নাঈমা খাতুনের বাবা মনিরুল বিশ্বাস বাদি হয়ে অভয়নগর থানায় মামলা দায়ের করেন। মামলার একমাত্র আসামি উপজেলার প্রেমবাগ ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের মৃত কোরাইশ মোল্যার ছেলে আমজাদ মোল্যাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এর আগে গত রোববার (৭ আগস্ট) রাত আনুমানিক ১১ টার সময় উপজেলার প্রেমবাগ ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামে ধলিয়ার বিলে মোসলেম উদ্দিনের পরিত্যক্ত ডোবার কচুরিপানার ভেতর থেকে নাঈমা খাতুনের মরদেহ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের পর সোমবার সন্ধ্যায় মরদেহ দাফন করা হয়। শিশু নাঈমা বালিয়াডাঙ্গা গ্রামের মনিরুল বিশ্বাসের মেয়ে এবং চেঙ্গুটিয়া ঘোপেরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।

মামলার বাদি নাঈমার বাবা মনিরুল বিশ্বাস বলেন, সোমবার দিবাগত রাত সাড়ে ১২ টার সময় (মঙ্গলবার) উপজেলার প্রেমবাগ ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের মৃত কোরাইশ মোল্যার ছেলে আমজাদ মোল্যার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছি। পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। খুনি আমজাদ আমার মেয়েকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে। পরে মৃতদেহ গুম করার উদ্দেশ্যে পরিত্যক্ত ডোবার কচুরিপানার ভেতরে লুকিয়ে রাখে। আমজাদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ফাঁসি দাবি করেন তিনি।
এ বিষয়ে জানতে চাইলে, অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শামীম হাসান জানান, সোমবার মধ্যরাতে শিশু নাঈমার বাবা বাদি হয়ে ধর্ষণের পর হত্যা ও মৃতদেহ গুমের অভিযোগে আমজাদ মোল্যার নামে মামলা দায়ের করেন। মামলা নং-১০।
অভিযুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সাত দিনের রিমান্ড চেয়ে আসামিকে আদালতে প্রেরণ করা হয়।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *