মামুন মোল্লা (খুলনা) ঃ সোমবার ১৫ই আগস্ট, স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি, খুলনায় আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় মোঃ মনিরুজ্জামান তালুকদার, জেলা প্রশাসক, খুলনার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগম মন্নুজান সুফিয়ান এমপি, প্রতিমন্ত্রী, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ জিল্লুর রহমান চৌধুরী, বিভাগীয় কমিশনার, খুলনা, মোহাম্মদ মাহবুব হাসান বিপিএম, পুলিশ সুপার, খুলনা।
বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার, খুলনা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের গুরুত্বপূর্ণ অংশের উপর আলোকপাত করেন এবং উপস্থিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে আগামীর জন্য নিজেকে যথাপোযুক্ত করে গড়ে তোলার আহবান জানান এবং মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে দূরে থাকার জন্য বলেন।
