অভয়নগরে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী উদযাপন

Uncategorized জাতীয়

সুমন হোসেন, (যশোর)ঃ
যশোর জেলার অভয়নগর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী উদযাপন করা হয়েছে। সোমবার সকালে উপজেলা বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করার মধ্যে দিয়ে দিবসটি উদযাপন করা হয়।

এ সময় বঙ্গবন্ধুর ম্যুরালে প্রথমে উপজেলা আওয়ামী লীগ, অভয়নগর উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন, নওয়াপাড়া পৌর আওয়ামী লীগ, জাতীয় শিল্পাঞ্চাল শ্রমিক লীগ, উপজেলা কৃষক লীগ, নওয়াপাড়া পৌর কৃষক লীগ, উপজেলা সেচ্ছাসেবক লীগ, নওয়াপাড়া পৌর সেচ্ছাসেবক লীগ, অভয়নগর থানা পুলিশ, নওয়াপাড়া হাইওয়ে থানা পুলিশ, নওয়াপাড়া ফায়ার সার্ভিস, নওয়াপাড়া ইনস্টিটিউট, উপজেলা মহিলা আওয়ামী লীগ, উপজেলা ছাত্রলীগ, নওয়াপাড়া পৌর ছাত্র লীগ, নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়, উপজেলা যুব মহিলা লীগ, উপজেলা প্রাক্তন সৈনিক কল্যাণ সংস্থা সহ বিভিন্ন পেশাজীবি সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

পুষ্পমাল্য অর্পণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহ্ ফরিদ জাহাঙ্গীর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এনামুল হক বাবুল, সাধারণ সম্পাদক সরদার অলিয়ার রহমান, জাতীয় সংসদের সাবেক হুইপ অধ্যক্ষ শেখ আব্দুল ওহাব, নওয়াপাড়া শিল্পাঞ্চল শ্রমিক লীগের সভাপতি নজরুল ইসলাম ফারাজী, সাধারণ সম্পাদক রবিন অধিকারী ব্যাচা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মেসবাহ উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তানজিলা আখতার, উপজেলা পরিষদের ভাইস- চেয়ারম্যান আখতারুজ্জামান তারু, মিনারা পারভীন, সেচ্ছাসেবক লীগের সভাপতি আসলাম হোসেন বিশ্বাস, সাধারন সম্পাদক শফি কামাল, নওয়াপাড়া পৌর সেচ্ছাসেবক লীগের সভাপতি মেহেদী ইসলাম রাজন, সাধারন সম্পাদক খন্দকার আল ইমরান, আওয়ামী লীগ নেতা ফারাজী মাসুদুর রহমান টিটো, রিপন ফারাজী, নওয়াপাড়া বাজার কমিটির সভাপতি গাজী নজরুল ইসলাম, সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম, নওয়াপাড়া ইনস্টিটিউট এর সভাপতি দীলিপ সাহা, সাধারণ সম্পাদক ফারুক হোসেন, যুবলীগের আহবায়ক তালিম হোসেন, যুগ্ম আহবায়ক অর্জুণ সেন, প্রসন্ঞ্জিত দাস সন্ঞ্জিত, নওয়াপাড়া পৌর যুবলীগের আহবায়ক হাসান গাজী, যুগ্ম আহবায়ক বিল্লাল আহমেদ বাবু, জাকির শেখ, উপজেলা ছাত্রলীগের আহবায়ক শাহ্ খালিদ মামুন, নওয়াপাড়া পৌর ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান মিলন, সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ শান্ত সহ প্রমূখ।

পরে উপজেলা পরিষদ থেকে একটি শোক র্্যালী উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বে নওয়াপাড়া বাজারের গুরুত্বপূর্ণ রাস্তা গুলো প্রদক্ষিণ করে নওয়াপাড়া সরকারি শংকরপাশা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এসে শেষ হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এনামুল হক বাবুল’র সভাপতিত্বে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার অলিয়ার রহমান’র সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের আহবায়ক শাহ্ খালিদ মামুন, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সুলতানা ইয়াসমিন মিতা, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি আসলাম হোসেন বিশ্বাস, উপজেলা কৃষক লীগের সভাপতি তাপস ফারাজী, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সাফিয়া খানম, সাবেক যুবলীগ নেতা আব্দুর রউফ মোল্যা, আওয়ামী লীগ নেতা ইব্রাহিম হোসেন বিশ্বাস, নওয়াপাড়া বাজার কমিটির সভাপতি গাজী নজরুল ইসলাম সহ প্রমুখ। দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা নজরুল ইসলাম। দোয়া শেষে সকলের মধ্যে তবারক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *