নিজস্ব প্রতিনিধি ঃ নোয়াখালী জেলার চৌমুহনী পৌর সুপার মার্কেটের পঞ্চম তলায় সরকার অনুদান কৃত নিজস্ব অফিসে এনটিভির স্টাফ রিপোর্টার এবং নোয়াখালী জেলা সাংবাদিক ইউনিটির সভাপতি মাসুদ পারভেজ এর উপস্থিতিতে অনুষ্ঠানটির মাসিক সাধারণ সভার সকল কার্যবিধি শুরু করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন
নোয়াখালী জেলা সাংবাদিক ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ আনোয়ারুউল করিম মানিক,
কোষাধ্যক্ষ বাবু প্রদীপ কুমার সেন,
সহ-সভাপতি এস এম জামাল,
নির্বাহী সদস্য মোঃ জামাল উদ্দিন,
নির্বাহী সদস্য মোঃ আজাদ।
এছাড়াও উপস্থিত ছিলেন, নোয়াখালী, সেনবাগ উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রফেসর আবু নাসের, দৈনিক মানবকন্ঠ পত্রিকা প্রতিনিধি মো: রিপন মজুমদার, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম এর সেনবাগ উপজেলা শাখার সহ-সভাপতি শামসুল আলম লিটন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি’র কেন্দ্রীয় কার্য নির্বাহী সদস্য ও দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকা’র নোয়াখালী বিশেষ প্রতিনিধি শাহাদাত হোসাইন (স্বপন),
দর্পণ টিভি অনলাইন ও মেট্রো বাংলা টিভি অনলাইন এর নোয়াখালী বিশেষ প্রতিনিধি মোঃ শিপন মজুমদার সহ ইলেকট্রিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ার অভিজ্ঞ সাংবাদিকবৃন্দ।
এই সময় নোয়াখালী জেলা সাংবাদিক ইউনিটির সভাপতি মাসুদ পারভেজ তার বক্তব্যে বলেন,
সাংবাদিকতা একটি মহান পেশা তার যথাযথ ব্যবহার আমাদেরকে করতে হবে তাহলেই আমরা জাতির বিবেক হিসেবে সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করতে পারব বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যম
পাশাপাশি নোয়াখালী জেলা সাংবাদিক ইউনিট এর মাধ্যমে আমরা একে অন্যের ভালো-মন্দের পরিপূরক হতে পারব।
তিনি আরো বলেন প্রতিষ্ঠালগ্ন থেকে এই পর্যন্ত এই সাংবাদিক ইউনিটকে নিয়ে অনেকেই অনেক ষড়যন্ত্র করেছে কিন্তু যদি লক্ষ থাকে অটুট তাহলে গন্তব্যে পৌঁছানো খুব অসম্ভব কিছু নয়।
পরিশেষে নোয়াখালী জেলায় কর্মরত সাংবাদিকদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা সহ যারা দুনিয়ার মায়া ছেড়ে চলে গেছেন তাদের বিদায়ী আত্মার মাগফেরাত কামনার মধ্য দিয়ে
সাধারণ সভার মুলতবি ঘোষণা করা হয়। মুলতবি ঘোষণা করেন অত্র সাংবাদিক ইউনিটির সভাপতি ও এনটিভির স্টাফ রিপোর্টার মাসুদ পারভেজ।
