মাদকদ্রব্যের অপব্যবহার রোধে পরিবারকে মুখ্য ভূমিকা পালন করতে হবে -পুলিশ কমিশনার বিএমপি

Uncategorized অন্যান্য

নিজস্ব প্রতিনিধি ঃ মঙ্গলবার, ২৩ আগষ্ট, সকাল সাড়ে ১০ টায় বরিশাল সার্কিট হাউজ সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বরিশালের আয়োজনে, সুরক্ষা সেবা বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা প্রনয়নে কর্মশালা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কথা বলেন, পুলিশ কমিশনার বিএমপি মোঃ সাইফুল ইসলাম, বিপিএম বার।

এ সময় তিনি মাদকের সামাজিক ও শারিরীক কুফল উল্লেখ করে সবাইকে মিলে একসাথে কাজ করে মাদকদ্রব্যের বিক্রি ও সেবন বন্ধ করার পাশাপাশি প্রতিটি নাগরিকের জন্য শিক্ষা,স্বাস্থ্য জ্ঞানের চর্চা ও পারিবারিক সচেতনতার মাধ্যমে মাদক থেকে অনেকটা দূরে থাকা সম্ভব মর্মে আশাবাদ ব্যক্ত করেন।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট বরিশাল জসীম উদ্দিন হায়দার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ আমিন উল আহসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ মারিয়া হাসান সহ অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *