নিজস্ব প্রতিনিধি ঃ মঙ্গলবার ২৩ আগস্ট দুপুর সাড়ে ১২ টায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক সিরাজদিখান উপজেলায় ইছাপুরা বাজারে অভিযান কার্যক্রম পরিচালিত হয়।
কৃষ্ণ গোপাল রাইস হাউজ ও কুন্ডু ভ্যারাইটিজ স্টোরে মনিটরিং কালে দেখা যায় যে, চাল ও অন্যান্য পন্যের মূল্য তালিকা প্রদর্শন করা হচ্ছে না।
দোকান দুইটির প্রত্যেক কে ২০০০ টাকা করে জরিমানা করা হয়।
জনি স্টোরে মনিটরিং কালে দেখা যায় যে, মেয়াদোত্তীর্ণ পণ্য সামগ্রী দোকানে সংরক্ষণ ও প্রদর্শন করা হচ্ছে । দোকান টিকে ২০০০ টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন সহকারী পরিচালক আসিফ আল আজাদ।
সিরাজদিখান থানা পুলিশের একটি টিম ও উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ শাহ আলম অভিযানে সহযোগিতা করেন।
