নিজস্ব প্রতিনিধি ঃ গতকাল সোমবার (২৯ আগস্ট ) বেলা ১১ টায় মানিকগঞ্জ সিংগাইর উপজেলার বিভিন্ন হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালান,ডাঃ নুজহাত নওরিন আমিন,ইউএইচএফপিও।
এসময় ৩ টি হাসপাতাল ও ৪ টি ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স ও কাগজপত্র না থাকায় বন্ধ করে দেন। বন্ধকৃত হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার, অমি ডায়াগনস্টিক সেন্টার, ইসলামিয়া ডায়াগনস্টিক সেন্টার, সায়মা ডায়াগনস্টিক সেন্টার, নিউ মদিনা ডায়াগনস্টিক সেন্টার, সিটি হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার, ডাঃ কেরামত আলী হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার, আলফা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার।
এ ডাঃ নুজহাত নওরিন আমিন বলেন, গতকাল ২৯ তারিখ সোমবার থেকে শুরু হয়েছে অভিযান আগামী ১ সেপ্টেম্বর পর্যন্ত আমাদের এ অভিযান অব্যহত থাকবে।
