নিজস্ব প্রতিনিধি ঃ টেকনাফে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে মাদকবিরোধী আলোচনা সভা ও জীবন বিধ্বংসী মাদকের হাত থেকে সমাজকে বাঁচাবার জন্য ছাত্র-ছাত্রীরা কি কি পদক্ষেপ গ্রহণ করতে পারে তার উপরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শিক্ষাঙ্গন ভিত্তিক মাদক বিরোধী আলোচনা সভায় মানবদেহে মাদকের ক্ষতিকর দিকসমুহ তুলে ধরা সহ মাদকের কুফল সম্পর্কে ছাত্র -ছাত্রীদের অবগত করাই এই মাদকবিরোধী আলোচনা সভার মুল উদ্দেশ্য। এজন্য গতকাল শনিবার টেকনাফের এজাহার সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে মাদক বিরোধী বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বিদ্যুৎ বিহারী নাথের সঞালনায় এ সময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষিকা শিউলী চৌধুরী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক তুন্ত মণি চাকমা।
পরে ছাত্রীদের মাঝে শুভেচ্ছা উপহার হিসেবে মাদকের ক্ষতি সম্পর্কিত ছবিযুক্ত জ্যামিতি বক্স প্রদান করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শিউলি চৌধুরী মাদকদ্রব্য নিয়ন্ত্রণের এই আয়োজনকে সাধুবাদ জানিয়ে বলেন, এমন প্রাণকাড়া আয়োজন প্রতিটি স্কুলে নিয়মিত করা খুব প্রয়োজন বলে তিনি মনে করেন।