অভয়নগরে ইভটিজিং কালে জনতার হাতে যুবক আটক

Uncategorized আইন ও আদালত

অভয়নগর (যশোর) প্রতিনিধিঃ
যশোর জেলার অভয়নগর উপজেলার পায়রা বাজারে ইভটিজিং এর সময় আবু তাহের (৩৮) নামের এক যুবককে ধরে স্থানীয় জনতা। পরে তাকে আটক করে ভবদহ পুলিশ ক্যাম্প হেফাজতে নেওয়া হয়েছে। আটককৃত যুবক পায়রা গ্রামের শাহাজাহান হাওলাদারের ছেলে। সে আকিজ জুট মিলের ইলেট্রিক্যাল বিভাগে কর্মরত একজন শ্রমিক। ঘটনাটি ঘটেছে বুধবার বিকেলে পায়রাবাজারের নুরানী মাদ্রাসা সংলগ্ন এলাকায়।

এলাকাবাসী সুত্রে জানা যায়, সম্প্রতি পায়রাবাজার ভিত্তিক বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীরা রাস্তাঘাটে ইভটিজিং এর শিকার হয়। এ বিষয়ে ওই সব বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিকে জানালে কর্তৃপক্ষ দৃষ্টান্তমূলক পদক্ষেপের আশ্বাস দেয়।

কে বা কারা এ ঘৃণ্য কাজের সাথে জড়িত তা সনাক্তে নজরদারী বাড়ানো হয়। বুধবার বিকেলে প্রাইভেট পড়তে যাওয়ার পথে এক ছাত্রীর গায়ে অতর্কিত হাত দিয়ে ইভটিজিং করে লম্পট তাহের।

পরে স্থানীয় জনতা দেখে ফেলে তাকে আটকে রাখে। ঘটনার সত্যতা নিশ্চিত করেন লম্পট তাহের নিজেই। পরে ভবদহ পুলিশ ক্যাম্পের সদস্যরা এসে তাকে উদ্ধার করে। এসময় দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান এলাকাবাসী।
ভুক্তভোগী শিক্ষার্থীর চাচা জানান, লম্পট তাহের আমার ভাইজির গায়ে হাত দিয়ে ইভটিজিং করেছে। আমরা এই লম্পটের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাচ্ছি।

এ ব্যাপারে পায়রা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য নাজমুল ইসলাম তরফদার বলেন, বেশকিছুদিন যাবত ইভটিজিং এর বিষয়ে আমরা অভিযোগ পেয়ে আসছিলাম। তবে কাউকে হাতেনাতে ধরা সম্ভব হয় নি। তবে উভটিজিং এর সময় তাহের নামের ওই ছেলেকে হাতেনাতে ধরা হয়।

পায়রা ইয়নিয়নের চেয়ারম্যান হাফিজুর রহমান বিশ্বাস বলেন, ইভটিজিং করার সময় এলাকাবাসী লম্পট এক যুবককে হাতেনাতে ধরে ফেলে। এলাকাবাসীর পক্ষে আমি এমন জঘন্য কাজের উপযুক্ত বিচার দাবী করছি।

ভবদহ ক্যাম্পের আইসি শামছুল ইসলাম বলেন, তাহের নামের এক লম্পটকে স্থানীয় জনতা আটক করে। পরে তাকে উদ্ধার করে অভয়নগর থানায় সোপর্দ করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *