নিজস্ব প্রতিনিধি ঃ বৃহস্পতিবার ৮ সেপ্টেম্বর মুন্সীগঞ্জ জেলা পুলিশ কর্তৃক আয়োজিত “নিরাপদ মাছে ভরব দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই স্লোগান’কে সামনে রেখে পোনামাছ অবমুক্তকরণ অনুষ্ঠানের শুভ-উদ্বোধন করেন মুন্সীগঞ্জ জেলার পুলিশ সুপার, মোহাম্মদ মাহফুজুর রহমান আল-মামুন বিপিএম পিপিএম। এসময় পুলিশ সুপার এসপি বাংলো, পুলিশ লাইন্স, মুন্সীগঞ্জ সদর থানা পুকুরে পোনামাছ অবমুক্ত করেন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা মৎস কর্মকর্তা মোঃ শামসুল কবির, মুন্সীগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুমন দেব, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ আদিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ইয়াসিনা ফেরদৌস, অতিরিক্ত পুলিশ সুপার (মুন্সীগঞ্জ সার্কেল) মোঃ মিনহাজ-উল-ইসলাম সহ মুন্সীগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
