নড়াইল ডিবি পুলিশের সফল অভিযানে ইয়াবা সহ ২ জন মাদক ব্যাবসায়ী আটক

Uncategorized আইন ও আদালত


!! ডিবি’র ওসি সাজেদুল ইসলাম যেন সমগ্র নড়াইল জেলার মাদক ব্যাবসায়ীদের কাছে মূর্তিমান আতংকের এক নামে পরিনত হয়েছে !!


মোঃ রফিকুল ইসলাম (নড়াইল) ঃ পুলিশ সুপার এর নির্দেশনায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে নড়াইল জেলা পুলিশ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায় শনিবার ২৪ সেপ্টেম্বর, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সাজেদুল ইসলাম (ওসি ডিবি) এর নেতৃত্বে এসআই (নিঃ) জয়দেব কুমার বসু সঙ্গীয় ফোর্স সহ নড়াইল সদর থানাধীন তুলারামপুর চরপাড়া আশার আলো কলেজ মোড় এলাকা থেকে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ ২ জন মাদক ব্যাবসায়ীকে আটক করেছে।

মাদক ব্যবসায়ী রুবেল সরদার (৩৪) জিআর ৩৮০/১৭ এর সাজাপ্রাপ্ত পলাতক আসামি।
সে নড়াইল সদর থানাধীন তুলারামপুর ইউনিয়নের চাচড়া দক্ষিণপাড়া গ্রামের ওহাব সরদার এর ছেলে এবং রুবেলের সহযোগী আসামি প্রসেনজিৎ বিশ্বাস (১৯) তুলারামপুর হঠাৎপাড়া গ্রামের পার্বতী বিশ্বাসের ছেলে। গ্রেফতার কৃত আসামিদের নড়াইল সদর থানা হাজতে প্রেরণ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধ্যাদেশ অনুযায়ী নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।

এলাকার সচেতন মহলের দাবি সম্প্রতি ডিবির ওসি (ইন্সপেক্টর) সাজেদুল ইসলাম নড়াইলে যোগদানের পর থেকে ই ডিবি’র ওসি সাজেদুল ইসলাম যেন সমগ্র নড়াইল জেলার মাদক ব্যাবসায়ীদের কাছে মূর্তিমান আতংকের এক নামে পরিনত হয়েছে।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *