মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ নড়াইল শ্রমিক ইনিয়নের জনপ্রিয় শ্রমিক নেতা মশিয়ার বিশ্বাস সব সময় অসহায় শ্রমিকদের বিপদে আপদে কাঁধে কাধঁ মিলিয়ে চলে আসছেন। গত (২সেপ্টেম্বর) শনিবার তুলারামপুর সেতুর পাশে একটি বাস ও ভ্যানের অনাকাংক্ষীত দূর্ঘটনা ঘটে এসময় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান স্থানীয়’রা এবং বাসটি তুলারামপুর পুলিশ ফাড়ির কর্তব্যরত পুলিশ সদস্য’রা বাসটি জব্দ করে ফাড়িতে নিয়ে যান। এমন সংবাদ সুনে সাথে সাথে অসুস্থদের দেখতে এবং নানা খোঁজ খবর নিয়ে দুই পক্ষ,বাস মালিক এবং আহতদের সাথে কথা বলে ফাড়ি থেকে বাসটি ছাড়িয়ে আনেন এবং অসুস্থদের সুস্থ্য না হওয়া পর্যন্ত চিকিৎসা চালিয়ে যেতে বলেন। এমন নানা গুনবলী গুনীজন এ শ্রমিক নেতা মশিয়ার বিশ্বাস।
এদিকে,
নড়াইল নতুন বাস টার্মিনাল একটা ময়লার ভাগাড়,শিরোনামে একাধীক পত্রপত্রিকায় সংবাদ প্রচার হলে কর্তিপক্ষের নজরে না আসলেও নিজ খরচে এ ময়লার ভাগাড় নিষ্কাশন করে দিলেন,মশিয়ার বিশ্বাস। দীর্ঘদিন ধরে নড়াইল পৌর-সভার সকল ময়লা আবর্জনা এ নির্ধারীত বাস টার্মিনালে রাখা হত,ময়লা আবর্জনার দূর্গন্ধে শ্রমিক’রা এখানে কাজ করাসহ খাওয়া-দাওয়া করতে পারতেন না,এমন কি সারা দিন কাজ করে একটু নিলিবিলি সময় কাটাতেও পারতেন না। শ্রমিকগণ ও টার্মিনাল সূত্রে যানা যায়,দীর্ঘদিনের ময়লা আবর্জনার ভাগাড় থেকে শ্রমিকদের মুক্তিদিতে নড়াইল জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন-১২৯৫ এর সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক, গরিব অসহায় শ্রমিকদের নয়নের মনি,গরিব অসহায় শ্রমিকদের অভিভাবক,শ্রমিকদের বন্ধু,শ্রমিক নেতা মো:মশিয়ার রহমান বিশ্বাস গত (৮ জুন) বুধবার তার নিজ খরচে এ ময়লা আবর্জনা এস্কেভেটর দিয়ে সমান করে বালি ভরাট করে বাস টার্মিনালে শ্রমিকদের দুর্গন্ধমুক্ত পরিবেশ ও ভালো ভাবে সময় কাটানোর জন্য উপযোগী করে দিয়েছেন। খোঁজখবর নিয়ে আরো যানা যায়,মশিয়ার বিশ্বাস শ্রমিকদের দির্ঘদিনের কষ্ট থেকে মুক্তি দিয়ে,ময়লার ভাগাড় ও ময়লার ডিপো নিষ্কাশন করে শ্রমিকদের মনের মনিকোঠায় যায়গা করে নিয়েছেন। মহামারি করোনা কালীন সময়ে অনাহারী শ্রমিকদের দুর্দশা দেখার কেউ ছিলনা,ঠিক সেই মহামারী সময়ে ফেরেস্তার মত অসহায় শ্রমিকদের বিপদে আপদে কাঁধে কাঁধ মিলিয়ে শ্রমিকদের বন্ধু মশিয়ার বিশ্বাস,অসহায় শ্রমিকদের মাঝে,নগদ অর্থ,খাদ্যসামগ্রী,স্বাস্থসামগ্রী নিজ হাতে নড়াইল কেন্দ্রিয় বাস টার্মিনালে শ্রমিকদের মাঝে বিতারন করেন এবং অনাহারী শ্রমিকদের বাড়িতে বাড়িতে গোপনে খাদ্যসামগ্রী ও নগদ টাকা পৌছে দিয়েছেন। শ্রমিক নেতা মশিয়ার বিশ্বাস এ প্রতিবেদককে জানান,শ্রমিক আমার শক্তি,শ্রমিক আমার বল,শ্রমিক আমার ভালোবাসা,শ্রমিকদের দির্ঘদিনের কষ্ট ও যন্ত্রনা থেকে মুক্ত দিতে শ্রমিক নেতা হিসাবে এটা আমার কর্তব্য,আমি আমার নিজ খরচে ময়লাপুরী ধংশ্য করে সুন্দর মনোরম পরিবেশ ফিরিয়ে এনেছি এবং এখন জনসাধারণ বলবে এটা একটি বাস টার্মিনাল,এর আগে বলতো ময়লাপট্টি বা ময়লাখানা। শ্রমিক নেতা মশিয়ার বিশ্বাস আরো জানান,আমি নড়াইল জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন-১২৯৫ এর জন্মলগ্ন থেকেই শ্রমিকদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে শ্রমিকদের বিপদে আপদে পাশে থাকি এবং যতদিন বেচে আছি আমি আমার শ্রমিকদের সাথে নিয়ে পথ চলবো এবং আসছে আগামি শ্রমিক ইউনিয়ন নির্বাচনে আমি সভাপতি পদপ্রার্থী এবং সকল শ্রমিকের দোয়া ও ভালোবাসায় আমি নির্বাচনে জয়ী হয়ে অবহেলীত অসহয় শ্রমিকদের সাথে নিয়ে কেন্দ্রিয় বাস টার্মিনাল একটি সুন্দর বাস টার্মিনাল হিসাবে রুপান্তরীত করবো ইনশাআল্লাহ বলেও জানান।
মো:রফিকুল ইসলাম,নড়াইল সদর নড়াইল।
তথ্য,নিউজ ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ-01730895060