নড়াইলে স্বেচ্ছাসেবক-লীগ নেতা মনিরুল ইসলাম এর উপর সন্ত্রাসী হামলা,টাকা ছিন্তাই

Uncategorized আইন ও আদালত

মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
নড়াইল জেলা স্বেচ্ছাসেবক-লীগের সাংগঠনিক সম্পাদক সুপরিচিত মূখ জননেতা মনিরুল ইসলাম মনিরের ওপর সন্ত্রাসী হামলা। এসময় গ্রুতর আহত অবস্থায় মনিরকে স্থানীয়’রা উদ্ধার করে,লোহাগড়া হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় আহত মনির বাদী হয়ে লোহাগড়া থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার এজাহার সুত্রে জানা যায়,গত বুধবার নড়াইলের লোহাগড়া উপজেলার চর শালনগর গ্রামের লুৎফর রহমানের ছেলে ও নড়াইল জেলা স্বেচ্ছাসেবক- লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম মনির, ব্যবসায়ীক পার্টনার,উপজেলার ইতনা এলাকার শেখ জালাল উদ্দীনের ছেলে শেখ লাবু আলম এবং আহত মনিরের আপন ভাই তরিকুল ইসলামকে সাথে নিয়ে পাট কেনার উদ্দেশ্যে বের হলে দুপুরে পার্শবর্তী শিয়রবর হাটে পৌঁছালে পূর্ব বিরোধের জের ধরে শালনগর ইউনিয়নের হাজীপাড়া বাতাশি গ্রামের ইউপি সদস্য বুলু খানের নেতৃত্বে ১০-১২ জন দূর্বৃত্ত লোহার রড় ও হাতুড়ী নিয়ে অতর্কিত ভাবে মনিরের ওপর হামলা চালিয়ে তার শরীরের বিভিন্ন অংশে গুরুতর আহত করে। এ সময় দূর্বৃত্ত’রা আহত মনিরের সাথে থাকা শেখ লাবু আলম ও আহত মনিরের ভাই তরিকুলকেও মারধর করে। হাসপাতালে ভর্তি আহত মনির সাংবাদিকদের জানান,হামলার সময় দূর্বৃত্ত’রা আমার কাছে থাকা টাকা ছিনিয়ে নিয়ে যায়। গুরুতর আহত মনির বর্তমানে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় মনির বাদী হয়ে শুক্রবার (৩০ সেপ্টেম্বর) ১০ জনকে আসামী করে লোহাগড়া থানায় একটি মামলা দায়ের করেছেন।
দ্রুত এ সকল আসামিদের আইনের আওতায় এনে বিচার করার যোঁর দাবি জানান লোহাগড়া উপজেলার সুশিল সমাজ।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *