মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে বোমা বিস্ফোরণে ৩ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত

Uncategorized অন্যান্য


কুটনৈতিক বিশ্লেষক ঃ জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে দায়িত্ব পালনকালে তিন শান্তিরক্ষী ‍নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন টহল কমান্ডার মেজর আশরাফুল হক।। শান্তিরক্ষা কার্যক্রম পরিচালনার সময় বাংলাদেশি শান্তিরক্ষীদের একটি গাড়ি আইইডি বিস্ফোরণের শিকার হয়।
তিন শান্তিরক্ষী হলেন-সৈনিক জসিম উদ্দিন , সৈনিক জাহাংগীর আলম ও সৈনিক শরিফ হোসেন। নিহত জসিমের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার কাটিঙ্গা গ্রামে। জাহাংগীরের বাড়ি নিলফামারীর ডিমলার দক্ষিণ টিট পাড়ায় এবং শরিফের বাড়ি সিরাজগঞ্জের বেলকুচির বাড়াক রুয়ায়।
আইইডি বিস্ফোরণের ফলে গাড়িটি প্রায় ১৫ ফুট দূরে ছিটকে পরে। ঘটনাস্থলেই সৈনিক শরিফ, সৈনিক জাহাংগীর ও সৈনিক জসিম মারাত্মকভাবে আহত হন।
দুর্গম এলাকা, দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং ঘন অন্ধকারের মধ্যে মিশন সদর, জাতিসংঘ সদর সহ সকলের সম্মিলিত প্রচেষ্টায় ১৪৪ কিমি দূরে বোয়ার এ অবস্থিত মিনুসকা হাসপাতালে নিয়ে আসলে স্থানীয় সময় সাড়ে ৬টা থেকে ৭ টার মধ্যে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

অপর আহত শান্তিরক্ষী মেজর মো. আশরাফুল হক চিকিৎসাধীন রয়েছেন।
বর্তমানে তার অবস্থা স্থিতিশীল। শাহাদাৎবরণকারী সেনাসদস্যদের মৃতদেহ দ্রুততম সময়ের মধ্যে দেশে আনার কার্যক্রম চলমান রয়েছে।
(সুত্র-বিএমএ)


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *