নিজস্ব প্রতিনিধি ঃ বুধবার ১২ অক্টোবর, মুন্সীগঞ্জ জেলার পুলিশ সুপার, মোহাম্মদ মাহফুজুর রহমান আল-মামুন বিপিএম পিপিএম মুন্সীগঞ্জ সদর পুলিশ ফাঁড়ি ও ট্রাফিক পুলিশ অফিস প্রাঙ্গনে উপস্থিত হয়ে অফিসারদের অফিস কক্ষ, সেরেস্তদার, ফোর্সের ব্যারাক, খাবার ঘর ইত্যাদি সরেজমিনে পরিদর্শন করেন।
পরিদর্শন কালে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ আদিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ইয়াসিনা ফেরদৌস, মুন্সীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ তারিকুজ্জামান, টিআই (প্রশাসন) মোঃ বজলুর রহমান, মুন্সীগঞ্জ সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস.এম শফিকুল ইসলাম সহ অন্যান্য অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।
