নিজস্ব প্রতিবেদক ঃ গতকাল মঙ্গলবার ১১ অক্টোবর রাজধানীর বাড্ডা থানা এলাকায় বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। উক্ত মোবাইল কোর্ট কালে নামবিহীন একটি আইসক্রিম ফ্যাক্টরি ৬১৬, বাজার রোড, ১১ স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-কে বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত পণ্য “আইসললি আইসক্রিম” অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদন, বিক্রয় এবং বাজারজাত করার অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করা হয়।
উক্ত ভ্রাম্যমান আদালত বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে পরিচালিত হয়।
প্রসিকিউটর হিসেবে বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর কর্মকর্তা রেবেকা সুলতানা, ফিল্ড অফিসার (সিএম) এবং মোঃ ইনজামামুল হক, পরিদর্শক (মেট্রোলজি), ডিএমআই, ঢাকা দায়িত্ব পালন করেন।
