সুমন হোসেন (যশোর) ঃ মঙ্গলবার ১৮ মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর সর্বকনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর জন্মদিন। জাতীয় শিশু দিবস-২০২২। দিবসটি উপলক্ষে সারা দেশের মতো যশোরেও নানা অনুষ্ঠানের মাধ্যমে দিনটি পালিত হচ্ছে। দিনের শুরুতেই সকাল ৯ টা ৩০ মিনিটে জেলা প্রশাসন চত্বরে শেখ রাসেল এর স্বরণে যশোর জেলা পুলিশের পক্ষ হতে পুস্পস্থাবক অর্পণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম অ্যান্ড অপস্), যশোর ও মোহাম্মদ বেলাল হোসাইন,পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, “ক” সার্কেল, যশোর সহ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগণ। পরবর্তীতে দিবসটি উদযাপন উপলক্ষে যশোর জেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি কালেক্টর ভবন হতে শুরু করে প্যারিস রোড হয়ে জেলা শিল্পকলা একাডেমীতে গিয়ে শেষ হয়। উক্ত র্যালিতে অংশ নেন যশোর জেলার জেলা প্রশাসক মোঃ তমিজুল ইসলাম খান, জেলা প্রশাসনের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণ,জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণ, বিভিন্ন সরকারি –বেসরকারি প্রতিষ্ঠানের সদস্যবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী ও ছাত্র-ছাত্রীবৃন্দ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সদস্যবৃন্দ।
আনন্দ র্যালি শেষে যশোর জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমীর হল রুমে শেখ রাসেল দিবস-২০২২ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে যশোর জেলার পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম এর পক্ষে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম অ্যান্ড অপস্), যশোর।
আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম অ্যান্ড অপস্), যশোর। এসময় তিনি শেখ রাসেল এর স্মৃতিচারণ করেন।
আলোচনা সভা শেষে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।