শিক্ষিকার বাসায় ডাকাতি, গ্রেফতার-১

অপরাধ জীবন-যাপন বরিশাল সারাদেশ

স্বরূপকাঠী প্রতিনিধি : পিরোজপুরের স্বরূপকাঠীতে স্কুল শিক্ষিকার বাসায় ডাকাতির ঘটনায় মিজান ওরফে আঙ্গুল কাটা মিজানকে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার জলাবাড়ী ইউনিয়নের ৫৪নং মাদ্রা-ঝালকাঠী সরকারী প্রাথমকি বিদ্যালয়ের শিক্ষিকা রোজিনা বেগমের বাসায় ডাকাতির ঘটনা ঘটে। শনিবার রাত ১০টার দিকে মুখোশধারি ৪/৫জনের একটি ডাকাত দল বাসার ছাদের চিলে কোঠার দরজা ভেঙ্গে প্রবেশ করে রোজিনার হাত মুখ বেধে বেদম মারপিট করলে অজ্ঞান হয়ে যায়। পরে ঘরের আলমিরা থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে ডাকাতরা পালিয়ে যায়। সকালে আশপাশের লোকজন সংবাদ পেয়ে রোজিনাকে আহত অবস্থায় নেছারাবাদ স্বাস্থ্য কমম্পেক্সে নিয়ে ভর্তি করেন। আহত শিক্ষিকা রোজিনা সকালের সময়কে জানায়, ছেলে ও মেয়ে ঢাকা ও বরিশাল থেকে পড়াশুনা করে বিধায় সরকারী চাকুরির সুবাধে ঐ বাসায় একা থাকতেন। কিছু দিন আগে স্কুলের কমিটি নিয়ে স্থানীয় লোকদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। স্থানীয় আঙ্গুলকাটা মিজানসহ ৪/৫ জন লোক আমার ঘরের চিলে কোঠার দরজা ভেঙ্গে প্রবেশ করে আমার মুখ চেপে ধরে মারধর করে এবং আমাকে হত্যার চেষ্টা করে। একপর্যায় আমি অজ্ঞান হয়ে পড়লে ডাকাতরা ঘরের আলমিরা ভেঙ্গে ৮ ভরি স্বর্ণ ও নগদ টাকা নিয়ে চলে যায়। থানা সূত্রে জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রোজিনা বেগম পাঁচজনের নাম বলে, এবং তাদের ভিতর মিজান নামে একজনকে আটক করেছে। সোমবার নেছারাবাদ থানা অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামান ঘটনা স্থলে গিয়ে প্রয়োজনীয় তথ্য ও আলামত সংগ্রহ করেন। এদিকে রোজিনার ভাই বাদী হয়ে একটি মামলা করবেন বলে জানান।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *