বরিশালে কমিউনিটি পুলিশিং ডে-২০২২, উদযাপন উপলক্ষে বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত

Uncategorized অন্যান্য



নিজস্ব প্রতিনিধি ঃ “কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র
শান্তি-শৃঙ্খলা সর্বত্র”এই শ্লোগানকে সামনে রেখে আগামী ২৯ অক্টোবর, দেশব্যাপী একযোগে বাংলাদেশ পুলিশের প্রতিটি ইউনিট কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উদযাপন করতে যাচ্ছে। আসন্ন কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উদযাপনকে অধিকতর সুন্দর, সাফল্যমন্ডিত ও ফলপ্রসূ করার জন্য বরিশাল মেট্রোপলিটন পুলিশ বিভিন্ন ধরনের ইভেন্ট আয়োজন করে আসছে।

তারই ধারাবাহিকতায় দুইদিনব্যাপী বিএমপি সদরদপ্তর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত “একমাত্র কমিউনিটি পুলিশিংই হলো সকল অপরাধ নিয়ন্ত্রণের মূল চালিকাশক্তি” ও “দেশের সার্বিক উন্নয়নে এবং আইন-শৃঙ্খলা রক্ষায় কমিউনিটি পুলিশিং একমাত্র উপায়” শীর্ষক পৃথক বিষয়ে চলমান বিতর্ক প্রতিযোগীতার রবিবারে সমাপনী অনুষ্ঠিত হয়েছে। বিতর্ক প্রতিযোগিতায় বিচারক প্যানেলের সভাপতিত্ব করেন, উপ-পুলিশ কমিশনার সদর দপ্তর মােহাম্মদ নজরুল হােসেন।

প্রতিযোগিতায় অংশগ্রহন করেন, কোতোয়ালি মডেল থানা, বন্দর থানা, কাউনিয়া থানা এবং এয়ারপোর্ট থানার অফিসারবৃন্দ। উল্লেখ্য যে প্রতিযোগিতায় শীর্ষ স্থান অধিকারীদের মধ্যে কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উদযাপনের দিন পুরস্কার বিতরণ করা হবে।

এ-সময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সিএসবি রুনা লায়লা, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ক্রাইম এন্ড অপস-প্রসিকিউশন রাসেল, পিপিএম-সেবা, সহকারী পুলিশ কমিশনার সাপ্লাই শারমিন সুলতানা রাখী, সহকারী পুলিশ কমিশনার প্রসিকিউশন-লজিস্টিকস ত ম রোকনুজ্জামান সহ সংশ্লিষ্ট প্রতিযোগী গন।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *