নিজস্ব প্রতিবেদক ঃ গতকাল শুক্রবার ২৮ অক্টোবর,সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যালয়, সিলেট কর্তৃক “জনসচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসাবে নিরাপদ খাদ্য বিষয়ক পথ নাটক” এর আয়োজন করা হয়।
উক্ত পথ নাটকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক রায় চৌধুরী (অতিরিক্ত সচিব), প্রধান নির্বাহী কর্মকর্তা, সিলেট সিটি কর্পোরেশন।
পথ নাটকে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সচিব জনাব আব্দুন নাসের খান।
অত্যন্ত সুন্দর ও সাবলীলভাবে নিরাপদ খাদ্য সম্পর্কিত বিষায়াদি মঞ্চ নাটক পরিবেশনের মাধ্যমে সবার সামনে ফুটিয়ে তুলেন সিলেট শিল্পকলা একাডেমির সদস্যবৃন্দ।
