সিলেট মহানগর কমিউনিটি পুলিশিং কমিটি কর্তৃক কমিউনিটিং পুলিশিং ডে-২০২২ উদযাপিত

Uncategorized অন্যান্য


নিজস্ব প্রতিনিধি ঃ “কমিউনিটি পুলিশের মূল মন্ত্র, শান্তি-শৃঙ্খলা সর্বত্র। এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেট মহানগর কমিউনিটি পুলিশিং কমিটি কর্তৃক শনিবার ২৯ অক্টোবর কমিউনিটিং পুলিশিং ডে-২০২২ উদযাপন করা হয়। সকাল সাড় ৯ টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বেলুন ও পায়রা উড়িয়ে কমিউনিটি পুলিশিং ডে-২০২২ এর শুভ উদ্ভোধন করেন সিলেট মেট্রোপলিটন পুলিশ এর পুলিশ কমিশনার মোঃ নিশারুল আরিফ।

পরবর্তীতে ১০ টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার হতে সিলেট মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে কমিউনিটিং পুলিশিং ডে-২০২২ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কবি নজরুল অডিটোরিয়াম, রিকাবীবাজার এ গিয়ে শেষ হয়।

উক্ত র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশ এর পুলিশ কমিশনার মোঃ নিশারুল আরিফ।
এছাড়া উক্ত সভায় সভাপতিত্ব করেন ড.নাছিম আহমদ (সভাপতি, মহানগর কমিউনিটি পুলিশিং)।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মোঃ জোবায়েদুর রহমান পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস্) মুঃ মাসুদ রানা, আসফাক আহমদ (উপজেলা চেয়ারম্যান, সিলেট সদর), উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মোঃ কামরুল আমীন, সদ্য অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ ফয়সাল মাহমুদ পিপিএম, বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ (সভাপতি, মহানগর আওয়ামীলীগ), এ্যাড ডা. নাসির উদ্দিন খান (সাধারণ সম্পাদক সিলেট জেলা আওয়ামীলীগ), এ্যাড ই ইউ শহিদুল ইসলাম শাহীন (সাধারণ সম্পাদক, মহানগর কমিউনিটি পুলিশিং), বীর মুক্তিযোদ্ধা নাজনীন হোসেন (সহ-সভাপতি, মহানগর কমিউনিটি পুলিশিং), এশিয়া ফাউন্ডেশন এর প্রোগাম অফিসার জনাব হামিদুল হক, ফয়সল হাসান (সাধারণ সম্পাদক ১৬ নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং কার্যকরি কমিটি), লায়েক আহমদ চৌধুরী (সভাপতি কোতোয়ালি থানা কমিউনিটি পুলিশিং কার্যকরি কমিটি), মোঃ মকবুল হোসেন খান (জালালাবাদ থানা কমিউনিটি পুলিশিং কার্যকরি কমিটি), মোঃ রিমাদ আহমদ রুবেল (সদস্য সচিব এয়ারপোর্ট থানা কমিউনিটি পুলিশিং কার্যকরি কমিটি), এ্যাডভোকেট মোঃ শামীম আহমদ (সভাপতি মোগলাবাজার থানা কমিউনিটি পুলিশিং কার্যকরি কমিটি), সুবেদুর রহমান মুন্না (সাধারণ সম্পাদক শাহপরান (রহঃ) থানা কমিউনিটি পুলিশিং কার্যকরি কমিটি), বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ সাইফুল আলম (সভাপতি দক্ষিণ সুরমা থানা কমিউনিটি পুলিশিং কার্যকরি কমিটি), বীর মুক্তিযোদ্ধা মোঃ আকরাম আলী, ডেপুটি কমান্ডার (সিলেট মহানগর মুক্তিযোদ্ধা সংসদ), আফতাব চৌধুরী সাংবাদিক ও কলামিস্ট (সহ-সভাপতি কমিউনিটি পুলিশিং), আল আজাদ সভাপতি সিলেট জেলা প্রেসক্লাব (সহ-সভাপতি কমিউনিটি পুলিশিং) সহ কমিউনিটি পুলিশিং এর বিভিন্ন স্তরের প্রতিনিধিবৃন্দ এবং বাংলাদেশ পুলিশ বাহিনীর বিভিন্ন পর্যায়ের অফিসার ও ফোর্সবৃন্দ।

অপরদিকে ১০ টা ১০ মিনিটের সময় নগরীর রিকাবীবাজার কবি নজরুল অডিটোরিয়ামে সিলেট মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে কমিউনিটিং পুলিশিং ডে-২০২২ উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশ এর পুলিশ কমিশনার মোঃ নিশারুল আরিফ। আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড.নাছিম আহমদ (সভাপতি, মহানগর কমিউনিটি পুলিশিং)।

এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন পুলিশ ও জনগণের মধ্যে সেতুবন্ধন তৈরি করে কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে সমাজ থেকে জঙ্গীবাদ, মাদক, কিশোরগ্যাং ও সন্ত্রাস নির্মূল করা সম্ভব। এর লক্ষে কমিউনিটি পুলিশিং এর সকল সদস্যকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানের সভাপতি ড. নাছিম আহমদ অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি ও অনুষ্ঠানে উপস্থিত সবাইকে অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানান।

পুলিশ ও জনগণ একসাথে কাজ করার মাধ্যমে পবিত্র নগরী সিলেটকে অপরাধমুক্ত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। এজন্য সবাইকে আন্তরিকতার সাথে সম্মিলিতভাবে একত্রে কাজ করার আহ্বান জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *