নিজস্ব প্রতিনিধি ঃ র্যাব-১১, সিপিসি-২ কর্তৃক পৃথক অভিযানে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানা এলাকা হতে ৪২ কেজি গাঁজা’সহ ৩ জন মাদক কারবারি গ্রেফতার। এ সময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়েছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।
জানা গেছে, র্যাব -১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার ৫ নভেম্বর রাতে পৃথক অভিযানে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযান পরিচালনা কালে ৪২ কেজি গাঁজা’সহ তিনজন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা যথাক্রমে, মোঃ রাসেল (৩২), কাওসার মোল্লা (২৭) এবং নাজমা (৪১)। এসময় মাদক পরিবহণ কাজে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়।
