জঙ্গিবাদে উদ্বুদ্ধ হয়ে ছেলেকে পাহাড়ে প্রশিক্ষণে পাঠানোর পর মায়ের বোধোদয় !

Uncategorized অন্যান্য


নিজস্ব প্রতিবেদক ঃ জঙ্গিবাদে উদ্বুদ্ধ হয়ে ছেলেকে পাহাড়ে প্রশিক্ষণে পাঠানোর পর বোধোদয় হলো মায়ের!

জঙ্গিবাদে উদ্বুদ্ধ হয়ে একমাত্র ছেলেকে প্রশিক্ষণ নিতে দুর্গম পাহাড়ে পাঠান এক মা। কথিত হিজরতে পাঠিয়ে কোনো খোঁজ না পেয়ে শেষমেশ ছেলেকে ফিরে পেতে দ্বারস্থ হন র‍্যাবের।

২০২১ সালের শুরুর দিকে গৃহশিক্ষক আল-আমিনের মাধ্যমে জ*ঙ্গিবাদে উদ্বুদ্ধ হন রাইয়ান ও তার মা এমিলি।
যোগ দেন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া নামে উগ্রবাদী সংগঠনে।সবশেষ গত মার্চ মাসে ছেলেকে গৃহশিক্ষক আল আমিনের সঙ্গে কথিত হিজরতে পাঠান মা এমিলি।

কিন্তু তার সন্তান এরপর থেকে আর যোগাযোগ না করায় জ*ঙ্গিবাদ নিয়ে ভুল ভাঙে তার।
এরই মধ্যে পাহাড়ে জঙ্গি প্রশিক্ষণ নিতে নিরুদ্দেশ আছেন রাইয়ান। অথচ এমিলি নিজেই ছেলেকে জঙ্গিবাদের পথে ঠেলে দিয়েছিলেন।

পাহাড়ে গিয়ে জঙ্গি প্রশিক্ষণ নিতে উদ্বুদ্ধ করেছিলেন। নিরুদ্দেশ হয়ে বর্তমানে পাহাড়ে প্রশিক্ষণরত ৫৫ জনের একজন এ রাইয়ান। তাকে সহ বাকিদের ধরতে বা ধ্বংস করতে যৌথবাহিনির অভিযান চলছে পাহাড়েে।

গণমাধ্যমের সামনে এসে ওই মা বলেন, আমি একসময় এয়ারলাইন্সের কেবিন ক্রু ছিলাম। প্রধানমন্ত্রীর কাছে আমার ছেলেকে উদ্ধারের জন্য সহায়তা চাই। আমার ছেলের মতো যেন আর কোনো সন্তান এভাবে জ*ঙ্গিবাদে না জড়ায়। আমি আমার ছেলেকে ফেরত চাই।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *