নিজস্ব প্রতিনিধি ঃ টেকনাফ মডেল থানাধীন সাবরাং জিনাপাড়া এলাকা থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক মোঃ সিরাজুল মোস্তফার নেতৃত্বে টেকনাফ থানা পুলিশের সহায়তায় বুধবার ৮ নভেম্বর রাত ১১ টায় সাবরাং ঝিনাপাড়া গ্রামের সেলিম উল্লাহ (২৫) ও জুনাইদা আক্তারকে (২১) গ্রেফতার করা হয়। তারা পারিবারিক ভাবেই মাদক ব্যাবসায়ী।
পলাতক রয়েছে ঐ একই এলাকাধীন সামছুল আলম (৫০),জসীম উদ্দিন (২৫),ওসমান গণি (৩৯) ও হাফেজ উল্লাহ (৩৫)।
তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে টেকনাফ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
উদ্ধার কৃত বিলেতি মদের ব্রান্ডের মধ্যে রয়েছে GRAND ROYAL নামক WHISKY ২২১বোতল, GRAND MASTER নামক WHISKY ৪৫ বোতল, ANDAMAN GOLD নামক বিয়ার ১০২ ক্যান।
![](https://ajkerdesh.com/wp-content/uploads/2022/11/received_442810574600414.jpeg)