বাংলাদেশ এবং ইউএস স্পেশাল ফোর্স সদস্যদের মধ্যে যৌথ প্রশিক্ষণ সমাপ্ত

Uncategorized আন্তর্জাতিক



কুটনৈতিক প্রতিবেদক ঃ বাংলাদেশ এবং ইউএস স্পেশাল ফোর্স সদস্যদের মধ্যে যৌথ প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।
জানা গেছে, বাংলাদেশ নৌবাহিনীর স্পেশাল ফোর্স SWADS সদস্যদের সাথে ৪ সপ্তাহব্যাপী কঠোর প্রশিক্ষণ শেষ করেছে ইউএস নেভাল স্পেশাল ফোর্স।

ইন্দোপ্যাসিফিক ইনিশিয়েটিভ এর আওতায় পার্টনার নেশন গুলো সাথে অপারেশন ক্যাপাবিলিটি বাড়ানোর লক্ষ্যে এই প্রশিক্ষণের আয়োজন করে মার্কিন যুক্তরাষ্ট্র, যা joint combined exchange training (JCET) নামে পরিচিত।

এই প্রশিক্ষণে স্পেশাল ফোর্স সদস্যগণ মেডিক্যাল ট্রেইনিং, বোট মেনটেইন্যান্স, ভিভিএসএস, মেরিটাইম কমিউনিকেশন, ক্রাইসিস রেসপন্স এর উপর বিস্তারিত প্রশিক্ষণ গ্রহণ করে।

এবারের প্রশিক্ষণে ৪২ জন বাংলাদেশ নৌবাহিনী SWADS সদস্য অংশগ্রহণ করে। ২০০৯ থেকে এ পর্যন্ত ৪০০ SWADS সদস্যকে joint combined exchange training (JCET) এর আওতায় প্রশিক্ষণ দিয়েছে যুক্তরাষ্ট্র। (সুত্রঃ ডিফেন্স রিসার্চ ফোরাম)


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *