নড়াইলের মাইজপাড়া ইউনিয়নে টিসিবি’র পন্য বিতারণে টিক্কা মেম্বারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

Uncategorized আইন ও আদালত

মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
নড়াইল সদর উপজেলা’র মাইজপাড়া ইউনিয়নের বলরামপুর ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মো:টিক্কা বিশ্বাস চারিখাদা গ্রামের মো:মুক্তার হোসেনের ছেলে মো:সিয়াম মোল্যা’র নামে টিসিবি’র কার্ড থাকা সর্তেও মেম্বার মো:টিক্কা বিশ্বাস মো:সিয়াম মোল্যাকে টিসিবি’র মাল না দিয়ে জানান,তোমার নামে কার্ড এবার আসেনি,এজন্য তোমাকে আগামিবার টিসিবি’র মাল দিব বলে জানায়,মেম্বার মো:টিক্কা বিশ্বাস। এদিকে,টিসিবি’র কার্ডধারী মো:সিয়াম মোল্যা জানান,আমি আমার টিসিবি’র মালামাল আনতে আমার বাবা মো:মুক্তার হোসেন কে পাঠালে মেম্বার জানান,এবার সিয়ামের নামে কার্ড আসেনি এজন্য আমরা টিসিবি’র মালামাল দিতে পারব না,আগামি বার সিয়াম কে দিব বলে জানান। এদিকে,টিসিবি’র মালামালের জন্য জনসাধারণের কাছে তাদের টিসিবি’র কার্ড থাকার নিয়ম থাকলেও কার্ড গুলা থাকে ইউনিয়ন পরিষদে এবং ইচ্ছা মত স্লিপের মাধ্যমে দেয়া হয় টিসিবি’র মালামাল। সরজমিনে গিয়ে দেখা যায়,এমন অভিযোগ সবার,টিসিবি’র মালামাল নিতে আসা সকলের কাছে স্লিপের বিষয়ে জানতে চাইলে তারা জানান,নামে টিসিবি’র কার্ড করেছি কিন্তু মেম্বারদের কথামত স্লিপ নিয়ে টিসিবি’র মালামাল নিতে হয়। কিন্তু আমাদের কাছে আমাদের কার্ড থাকে না বা আমাদের কে কার্ড দেই না বলেও জানান। টিসিবি’র কার্ডধারী মো:সিয়াম জানান,আমার কার্ড দিয়ে ১নং মাইজপাড়া ইউনিয়ন পরিষদে আমার বাবাকে পাঠালে মেম্বার মো:টিক্কা বিশ্বাস বলে দেই আমার নামে এবার কোন কার্ড আসেনি কিন্তু তোমাকে আগামিবার টিসিবি’র মাল দেয়া হবে বলেও জানায়। এমন অভিযোগ ইউনিয়নে প্রাই দেখা যাচ্ছে তবুও ব্যবস্থা নেয়া হচ্ছেনা,কিন্তু এভাবে প্রতিনিয়তই প্রতারীত হচ্ছে সাধারণ জনগণ,কে এই অনিয়মের ব্যবস্থা নিবে বলেও জানান,ইউনিয়নের সচেতন মহল। অভিযুক্ত বলরামপুর ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য টিক্কা বিশ্বাস জানান,সিয়াম আমার পরিচয়ে ভাগনে হয় এজন্য আমি বলেছি তোর টিসিবি’র মাল এ মাসে পাবি না,পরের বার তুই পাবি। টিক্কা বিশ্বাস আরো জানান,ইউনিয়নে অনেক টিসিবি’র মালামালে’র কার্ডধারী আছে কিন্তু সবাই সব সময় পাবে না,অল্প পরিসরে টিসিবি’র মাল আসার কারনে এমন হচ্ছে বলেও জানান। ১নং মাইজপাড়া ইউনিয়নে টিসিবি’র মোট ১৩ শত ৮টি কার্ড রয়েছে। মাইজপাড়া ইউনিয়নে’র চেয়ারম্যান মো:জসিম উদ্দিন জানান,টিসিবি’র কার্ডের বিষয় ইউনিয়নের সহসহ ইউপি সদস্যদের দায়ীত্ব কিন্তু কার্ডধারীদের ছাড়া কাউকে টিসিবি’র মালামাল দেয়া গ্রুতর অপরাধ কিন্তু যদি কোন অসহায়কে মানবতার কারনে দেয়া হয় তাহলে কি করার আছে বলেন।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *