ভোক্তা অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের বাজার তদারকি অভিযানে ২ টি প্রতিষ্ঠান কে ১৫,০০০ টাকা জরিমানা

Uncategorized আইন ও আদালত




!! মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির জন্য সংরক্ষণ করায় বিসমিল্লাহ ফার্মাকে ১০,০০০ টাকা ও মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্য বিক্রয়ের জন্য সংরক্ষণ করায় একই এলাকার ফুলকলিকে ৫,০০০ টাকা সর্তকতামূল জরিমানা !!


নিজস্ব প্রতিনিধি ঃ মঙ্গলবার ১৩ ডিসেম্বর, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এর নির্দেশক্রমে, হাটহাজারী ইউএনও’র সার্বিক সহযোগিতায় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আক্তার কর্তৃক হাটহাজারী উপজেলার চৌধুরীহাট এলাকায় বাজার তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়।

উক্ত বাজার তদারকি অভিযান পরিচালনা কালে ভোক্তা-অধিকার লঙ্ঘনজনিত বিভিন্ন অপরাধে ২টি প্রতিষ্ঠানকে ১৫,০০০ টাকা জরিমানা করা হয়।

মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির জন্য সংরক্ষণ করায় বিসমিল্লাহ ফার্মাকে ১০,০০০ টাকা ও মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্য বিক্রয়ের জন্য সংরক্ষণ করায় একই এলাকার ফুলকলিকে ৫,০০০ টাকা সর্তকতামূল জরিমানা করা হয়।



অভিযানে এপিবিএন -৯ এর একটি চৌকষ টিম উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা প্রদান করেন।

চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আক্তার আজকের দেশ ডটকম কে জানান, জনস্বার্থে এরূপ অভিযান চলমান থাকবে এটা একটা চলমান প্রক্রিয়া।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *