নিজস্ব প্রতিবেদক ঃ গতকাল সোমবার ২৬ ডিসেম্বর সন্ধ্যায় ঢাকা জেলা পুলিশের উদ্যোগে জেলার বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সংবর্ধনা ও বিজয় উৎসব’ অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে চৌধুরী আবদুল্লাহ আল মামুন, বিপিএম (বার), পিপিএম, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ নিজে উপস্থিত থেকে জেলার বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা স্মারক প্রদান করেন এবং তাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর আহবানে ১৯৭১ সালে বাংলাদেশ পুলিশই রাজারবাগ থেকে পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে প্রথম প্রতিরোধ গড়ে তুলেছিল এবং তাদের জন্য আজ বাংলাদেশ পুলিশ গর্বিত।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর আহবানে বীর মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করায় আমরা এর সুফল ভোগ করছি। বাঙালি জাতি বীর মুক্তিযোদ্ধাদের কাছে ঋণী।
সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার), পিপিএম।
মোঃ আসাদুজ্জামান পিপিএম (বার), পুলিশ সুপার, ঢাকা এর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
