নিজস্ব প্রতিবেদক ঃ গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার ২৬ ডিসেম্বর, র্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন ধোলাইপাড় ও সায়েদাবাদ এলাকায় অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযান পরিচালনা কালে আনুমানিক ১৮,০০,০০০ (আঠার লক্ষ) টাকা মূল্যের ৬০ (ষাট) কেজি গাঁজা সহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম মোঃ নাজমুল হক ভূঁইয়া (৪৪) এনং মোঃ সজীব হোসেন (২৪) বলে জানা যায়।
এসময় তাদের নিকট থেকে মাদক পরিবহনে ব্যবহৃত ১টি প্রাইভেট কার জব্দ ও ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
