নিজস্ব প্রতিবেদক ঃ মঙ্গলবার ২৭ ডিসেম্বর, রাজধানীর লালবাগ থানার আজিমপুর এলাকায় বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
উক্ত মোবাইল কোর্ট পরিচালনা কালে বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর আইন, ২০১৮ এবং ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুসারে বৈধ সিএম লাইসেন্স/মোড়কজাত সনদ এবং অধিকাংশ পণ্যের মোড়কে মানচিহ্ন সহ প্রয়োজনীয় তথ্যাদি উল্লেখ না করে বিভিন্ন পণ্য উৎপাদন, বিক্রয়, বিতরণ ও বাজারজাতের অপরাধে ৩টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৩টি মামলা দায়ের করা হয়।
জানা গেছে, আনন্দ জল খাবার নামক প্রতিষ্ঠান ফার্মেন্টেড মিল্ক (মিষ্টি দই) বিক্রি কালে বিএসটিআই এর সনদ না থাকায় উক্ত প্রতিষ্ঠান কে যথাক্রমে ২৫,০০০ (পঁচিশ হাজার) টাকা এবং ৫,০০০ (পাঁচ হাজার) টাকা হারে জরিমানা সহ ১৫ দিনের মধ্যে বিএসটিআই হতে সিএম লাইসেন্স/মোড়কজাত সনদ গ্রহণের আবেদন দাখিলের অঙ্গীকারনামা গ্রহণ করা হয়।
কায়সার সুইটমিট নামক প্রতিষ্ঠানকে দ্রুততম সময়ের মধ্যে ব্যবহৃত ওজনযন্ত্রের ভেরিফিকেশন সনদ গ্রহণের পরামর্শ প্রদান করা হয় এবং বিক্রমপুর মিষ্টান্ন ভাণ্ডার এর বিস্কুট, পাউরুটি, কেক, চানাচুর, ফার্মেন্টেড মিল্ক, টফি, নাড়ু, শন পাপড়ি সামগ্রীর মান সনদ না থাকায় ৩০,০০০ (ত্রিশ হাজার) টাকা জরিমানা সহ ৭ দিনের মধ্যে বিএসটিআই হতে মোড়কজাত সনদের আবেদন দাখিল ও ব্যবহৃত ওজনযন্ত্রের ভেরিফিকেশন সনদ গ্রহণের অঙ্গীকারনামা গ্রহণ করা হয়েছে ।
৩টি মামলায় সর্বমোট ৬০,০০০ (ষাট হাজার) টাকা জরিমানা আদায়পূর্বক প্রতিষ্ঠান ৩টিকে দ্রুততম সময়ের মধ্যে বিএসটিআই হতে সিএম লাইসেন্স/পণ্য মোড়কজাত ও ওজনযন্ত্রের ভেরিফিকেশন সনদ গ্রহণপূর্বক বৈধভাবে ব্যবসা পরিচালনার বিষয়ে সতর্ক করা হয়েছে।
উক্ত মোবাইল কোর্ট বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকার এর নেতৃত্বে এপিবিএন-৫ সদস্যদের সহায়তায় পরিচালিত হয়।
প্রসিকিউটর হিসেবে আফসানা হোসেন, ফিল্ড অফিসার (সিএম) এবং মোঃ কামরুল পলাশ, পরিদর্শক (ডিএমআই), বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন।
বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর আফসানা হোসেন, ফিল্ড অফিসার (সিএম) এবং মোঃ কামরুল পলাশ, পরিদর্শক (ডিএমআই) আজকের দেশ ডটকম কে জানান, পণ্যের গুনগত মান রক্ষায় জনস্বার্থে, আগামীতেও বিএসটিআই এধরণের অভিযান পরিচালনা করবে এটা একটা চলমান প্রক্রিয়া।
