নিজস্ব প্রতিবেদক ঃ মঙ্গলবার ২৭ ডিসেম্বর, সকাল ১৩ টায়, ঢাকা রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ের সম্মেলন কক্ষে ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ মোঃ নূরুল ইসলাম বিপিএম (বার), পিপিএম মহোদয়ের সভাপতিত্বে ঢাকা রেঞ্জের প্রশাসনিক সভা অনুষ্ঠিত হয়।
সভায় রেঞ্জ কার্যালয়ের বিভিন্ন শাখার নভেম্বর-২২ মাসের কার্যক্রমের পর্যালোচনা করা হয়।
সভায় ভালো কাজের স্বীকৃতি স্বরূপ ঢাকা রেঞ্জে প্রধান সহকারী হিসেবে কর্মরত অজয় মজুমদার ও মিডিয়া শাখায় কর্মরত কনস্টেবল-১০১৮ আকাশ মাহমুদ-কে পুরষ্কৃত করা হয়।
এ সময় ঢাকা রেঞ্জের সকল উর্ধ্বতন কর্মকর্তাসহ সকল শাখার ইনচার্জগণ উপস্থিত ছিলেন।
