শিক্ষকদের নীতি নৈতিকতার ধারক ও বাহক হিসেবে কাজ করতে হবে–জেলা প্রশাসক, বাগেরহাট

Uncategorized অন্যান্য


নইন আবু নাঈম শরণখোলা (বাগেরহাট) ঃ শরণখোলায় শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে সুধিজনের সাথে মতবিনিময় করেছেন বাগেরহাটের জেলা প্রশাসক মোঃ আজিজুর রহমান।
উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার বেলা ১১টায় রায়েন্দা সরকারি পাইলট হাইস্কুল প্রাঙ্গনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্য, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন সুধিজন উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুর- ই -আলম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রায়হান উদ্দিন আকন শান্ত, শরণখোলা থানার অফিসার ইন চার্জ মোঃ ইকরাম হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, মুক্তিযোদ্ধা মফিজুল হক কৃষি ইনস্টিটিউটের সভাপতি এম সাইফুল ইসলাম খোকন, শরনখোলা প্রেসক্লাবের সভাপতি ইসমাইল হোসেন লিটন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নুরুজ্জামান খান, খোন্তাকাটা ইউপি চেয়ারম্যান জাকির হোসেন খান মহিউদ্দিন প্রমুখ।
প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, দেশ এগিয়ে যাচ্ছে।

কিন্তু দেশের নাগরিকদের যদি শিক্ষার ক্ষেত্রে এগিয়ে নেওয়া না যায় তাহলে উন্নত দেশের সুফল ভোগ করা যাবে না। তাই সময় এসেছে আমাদের পরবর্তী প্রজন্মকে মানসম্মত শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার। এজন্য শিক্ষকদের নীতি নৈতিকতার ধারক ও বাহক হিসেবে কাজ করতে হবে।

এছাড়া জেলা প্রশাসক এদিন সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষকদের মাধ্যে প্রণোদনা হিসেবে বিভিন্ন প্রকারের সার বীজ বিতরন করেন। উপজেলা পরিষদের এক শতাংশ অর্থ দিয়ে একশত কৃষককে ভূট্টা চাষের প্রর্দশনী খামারীদের মধ্যে ওই প্রণোদনা দেয়া হয়। পরে বিকেল ৪টায় তিনি উপজেলা প্রশাসন কর্তৃক নির্মিত রায়েন্দা বলেশ্বর রিভার ভিউ ইকোপার্ক পরিদর্শন করেন। এসময় তিনি কম সময়ে সুন্দরবন ভ্রমনে পর্যটদের আকর্ষন সৃষ্টিতে ইকোপার্কটি আরো সৌন্দর্য মন্ডিত করে গড়ে তুলতে সহায়তার আশ্বাস দেন।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *