লোহাগড়ায় ২গ্রুপের সহিংসতাই আতংকে এলাকাবাসি,প্রশাসনের সুদৃষ্টি কামনা

Uncategorized আইন ও আদালত

মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের মঙ্গলহাটা গ্ৰামের সাবেক চেয়ারম্যান মোস্তফা সিকদার গ্রুপ ও সাবেক মেম্বার আকবর হোসেন লিপন গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে পূর্বশত্রুতার জের ধরে দির্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। সম্প্রতি গত ১১/১২/২০২২ তারিখ রাত ৯,৩০ মিনিটের সময় সাবেক মেম্বার আকবর হোসেন লিপন এর উপরে প্রতি পক্ষের সংঘর্ষের একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটে। ওই ঘটনায় সাবেক মেম্বার আকবর হোসেন লিপন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে এবং আহত সাবেক মেম্বার আকবর হোসেন লিপন এর পক্ষ থেকে মামলা করে এবং ওই ঘটনার পর থেকে মঙ্গল হাটা গ্ৰামের উত্তর পাড়ায় সাবেক চেয়ারম্যান গ্রুপের মধ্যে পুরুষ শূন্য,তারই ধারাবাহীকতায় অভিযোগ পাওয়া যায়,সাবেক চেয়ারম্যান মোস্তফা সিকদার গ্রুপের লোকজনের উপস্থিতি না থাকায় রাতের আঁধারে সাবেক মেম্বার আকবর হোসেন লিপন গ্রুপের লোকজন বিরোধী গ্রুপের লোকজনের গরু,স্যালো মেশিন,মটর পাম্প ও অন্যান্য মালামাল লুটপাটসহ অগ্নিসংযোগের ঘটনা ঘটাচ্ছে। অভিযোগ সূত্রে সরেজমিনে গিয়ে জানা যায়,সাবেক মেম্বার আকবর হোসেন লিপন গ্রুপের লোকজন সাবেক মেম্বার আকবর হোসেন লিপনের অসুস্থকে পুঁজি করে রাতের আঁধারে এই অপকর্ম গুলি চালিয়ে যাচ্ছে। ইতি মধ্যে যাদের গরু,স্যালো মেশিন,মটর পাম্প লুটপাট করে নিয়ে গিয়েছে। মঙ্গল হাটা গ্রামের উত্তর পাড়ার,সিরাজুল ইসলাম ছিরুর ছেলে রাসেলের ১টি গাভী গরু,মৃত্যু-আবুল মল্লিকের ২টি গরু,সাবেক কাউন্সিলর শাহাদাৎ সিকদারের ছেলে ফরিদ সিকদারের ৪টি গরু,মৃত-ইমান উদ্দিনের ছেলে মাহাবুব শেখের ১টি স্যালো মেশিন,মৃত-মোহাম্মদ মোল্লার ছেলে আকবর মোল্লার ১টি স্যালো মেশিন,মৃত-মোবারক শেখের ছেলে সাবু শেখের ১টি স্যালো মেশিন ও ১ টি মটর পাম্প,মৃত- মালেক মৃধার ছেলে জিরুর ১টি স্যালো মেশিন,মৃত- মালেক মৃধার ছেলে এলাহী মৃধার ১টি স্যালো মেশিন,বাদশা মৃধার ছেলে হিসাবুলের ১টি স্যালো মেশিন,রিজ্জাক শিকদারের ছেলে রকিবুর সিকদারের ১টি স্যালো মেশিন,সাবেক কাউন্সিলর শাহাদাত সিকদারের ছেলে ফরিদ সিকদারের ১টি স্যালো মেশিন,মোজাফফর সিকদারের ছেলে আফতাব সিকদারের ১টি স্যালো মেশিন,মৃত-আমিন উদ্দিনের ছেলে মাহাব এর ১টি স্যালো মেশিন,মৃত-আবুল মল্লিকের ছেলে মরফুতের ১টি স্যালো মেশিন নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বলেন,পুলিশ সর্বক্ষণ ওই এলাকাতেই ডিউটি পালন করছে,অন্যায় কাজের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে,কাউকে বেআইনি কাজ করতে দেয়া হবে না।
এমন করে প্রতি রাতেই চলছে লুটপাট,চুরি ও অগ্নিসংযোগ,প্রশাসনের কাছে ভুক্তোভোগী ক্ষতিগ্রস্তদের দাবি তারা আতঙ্ক ছাড়া সুস্থ জীবন যাপন করার জন্য,আইনিভাবে পদক্ষেপ নিয়ে এলাকায় সুশৃঙ্খলাসহ শান্তি ফিরিয়ে দিবেন বলে জানান।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *