বাড়ানো হলো ক্রিকেটারদের ম্যাচ ফিসহ আনুষাঙ্গিক খরচ

ক্রিকেট খেলাধুলা

স্পোর্টস ডেস্ক : প্রথম শ্রেণি ক্রিকেটারদের ম্যাচ ফি সহ আনুষাঙ্গিক খরচ বাড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।


বিজ্ঞাপন

সোমবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবি জানায়, প্রথম শ্রেণির ক্রিকেটারদের টায়ার ওয়ানে আগে যেখানে ৩৫ হাজার টাকা পেত, এখন তা ৭১ শতাংশ বাড়িয়ে ৬০ হাজার করা হয়েছে। আর টায়ার টু’তে ২৫ হাজার টাকা পাওয়া ক্রিকেটারদের ম্যাচ ফি ১০০ শতাংশ বেড়ে ৫০ হাজার টাকা হয়েছে।

আগের দুই টায়ারের ক্রিকেটারদের ভ্রমণ খরচ বাবদ একজনের জন্য ছিল ২৫’শ টাকা। তবে নতুন নিয়মে স্বাভাবিকভাবে যেসব ভেন্যুতে বিমানবন্দরের ব্যবস্থা থাকবে, সেখানে প্লেন খরচ দেওয়া হবে। আর বিমানবন্দরের ব্যবস্থা না থাকলে ৩৫’শ টাকা দেওয়া হবে।

প্রথম শ্রেণির ম্যাচ চলাকালীন ক্রিকেটারদের দৈনিক ভাতা আগে ছিল ১৫’শ টাকা। তবে এখন ৬৭ শতাংশ বাড়িয়ে তা ২৫’শ টাকা করা হয়েছে।

প্রথম শ্রেণির চলমান মৌসুম থেকেই এই নিয়ম চলবে।

কয়েকদিন আগে ১১দফা দাবিতে ধর্মধটে যায় সাবিক-তামিমরা। পরে আরও দুটি দাবি বাড়িয়ে ১৩টি করা হয়। যেখানে একটি দাবিতে বলা হয়, প্রথম শ্রেণির ক্রিকেটারদের ম্যাচ ফি, ভ্রমণ খরচ ও দৈনিক ভাতা বৃদ্ধি করতে হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *